মেটার জেনারেটিভ এআই মডেলের সঙ্গে নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ একীভূত করতে পারে অ্যাপল। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।
কী পরিমাণ অর্থের বিনিময়ে চুক্তিটি সম্পন্ন হবে তা এখনো জানা যায়নি। চলতি মাসে অনুষ্ঠিত বার্ষিক ডেভেলপার সম্মেলনে নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নিয়ে আসার ঘোষণা দেয় অ্যাপল।
সে সময় নিজেদের এআই সিস্টেমে গুগলের জেনারেটিভ এআই চ্যাটবট ‘জেমিনি’ অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখায় অ্যাপল।
মেটা ও গুগলের পাশাপাশি এআই স্টার্টআপ অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে অ্যাপল। চুক্তি হলে ব্যবহারকারীদের কাছে এআই কম্পানিগুলো বড় পরিসরে সেবা পৌঁছে দিতে পারবে।
এর পাশাপাশি অ্যাপলের অ্যাপ স্টোর প্ল্যাটফরমের মাধ্যমে তারা প্রিমিয়াম মানের সাবস্ক্রিপশন সেবা বিক্রি করতে পারবে।
‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আইওএস, আইপ্যাডওএস এবং ম্যাকওএসে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর ভাষাগত দক্ষতা বাড়িয়ে সহজে যোগাযোগের পথ বাতলে দেবে এআই সিস্টেমটি।
০ টি মন্তব্য