জন অ্যাটানাসফ বা জন মশলি - কে ডিজিটাল কমপিউটার উদ্ভাবক করেন। জন ভিনসেন্ট অ্যাটানাসফ এই ইস্যুতে দীর্ঘ আইনি লড়াইয়ে জিতেছেন। মার্কিন আদালত রায় দিয়েছে যে জন অ্যাটানাসফ ইলেকট্রনিক ডিজিটাল কমপিউটারের উদ্ভাবক। কমপিউটারের নির্মাণে ও উন্নয়নে তার অবদানের কারণে বিচারক এনিয়াক এই রায় দেন। এর আগে, অ্যাটানাসফের সঙ্গে আরও কয়েকজনের নাম যৌথ উদ্ভাবক হিসাবে নাম দেওয়া হয়েছিল।
আরও পড়ুন









