কমপিউটার জগৎ বাংলাদেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক ম্যাগাজিন। এটি শীর্ষস্থানীয় এবং সর্বাধিক প্রচারিত আইসিটি ম্যাগাজিন। সূচনা সংখ্যার প্রতিপাদ্য ছিল "জনগণের হাতে কমপিউটার চাই"। কমপিউটার জগৎ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল কাদের। ১৯৯১ সালের মে মাসের প্রথম দিনে কমপিউটার জগৎ-এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। তথ্যপ্রযুক্তি বিষয়ের ওপর বাংলাদেশের প্রথম বাংলা সাময়িকী হিসেবে এই পত্রিকাটি আত্মপ্রকাশ করে। ২০০৩ সাল থেকে ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা আবদুল কাদেরের অবর্তমানে কার্যত নাজমা কাদের কমপিউটার জগৎ-এর হাল ধরেন। বর্তমানে কমপিউটার জগৎ এর প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ।
কমপিউটার জগৎ
বাসা নং ২৯, ফ্ল্যাট (এম-এ), রোড নং ৬, ধানমন্ডি, ঢাকা - ১২০৫, বাংলাদেশ।
কমপিউটার জগৎ (আইডিবি): +(৮৮) ০১৭৭৪৯০৯০৮০
কমপিউটার জগৎ (ম্যাগাজিন): +(৮৮) ০১৬০৯-৭৪৩৪১২, ০১৯১১-৩৪১৬৫৪
কমজগৎ টেকনোলজিস: +(৮৮) ০১৮১৯৮৯৮৮৯৮
ই-মেইল: info@computerjagat.com.bd