সফটওয়্যার শিল্পে চাই আরও পৃষ্ঠপোষকতা
বাংলাদেশে আইসিটির ক্ষেত্রে আগ্রহের ব্যাপকতা পেতে থাকে নববইয়ের দশকের শেষের দিকে। বলা যায় গত এক দশকেই এর ব্যাপকতা পেতে শুরু করে, যদিও প্রত্যাশিত মাত্রায় নয়। আমাদের দেশে আইসিটি নিয়ে যে প্রণোদনা তা মূলত হার্ডওয়্যারনির্ভর, সফটওয়্যারনির্ভর নয়। এটি অবশ্যই উৎপাদনকেন্দ্রিক নয়, পুরোপুরি আমদানিকেন্দ্রিক। এ প্রণোদনা হার্ডওয়্যারকেন্দ্রিক না হয়ে সফটওয়্যারকেন্দ্রিক হলে এই এক দশকে আইসিটি খাতে আমরা আরও এগিয়ে যেতে পারতাম, বিশেষ করে সফটওয়্যার শিল্প খাতে। এর জন্য অবশ্য দরকার প্রয়োজনীয় অবকাঠামো, যা আমাদের নেই মোটেও।
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এটা নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা ইতঃপূর্বে ছিল না। সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, তবে উল্লেখ করার মতো তেমন কিছু নয়। সরকার ঢাকার কারওয়ান বাজারের পরিত্যক্ত জনতা টাওয়ারকে সফটওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে এবং সে লক্ষ্যে কাজও করছে।
লক্ষণীয়, গত ২০ বছরে আমাদের দেশে আইসিটিতে যে প্রণোদনা সৃষ্টি হয়েছে তা মূলত পুরোপুরি হার্ডওয়্যারকেন্দ্রিক অর্থাৎ পুরোটাই আমদানিনির্ভর। অবশ্য হার্ডওয়্যারের ব্যাপক ব্যবহারের ওপরই নির্ভর করে সফটওয়্যারের চাহিদা। যার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠবে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। খুব ধীরগতিতে হলেও আমাদের দেশে ইন্ডাস্ট্রি গড়ে ওঠছে। আমাদের দেশের সফটওয়্যার ডেভেলপারদের ডেভেলপ করা সফটওয়্যার দেশের সীমা পেরিয়ে বিদেশের বাজারেও বিস্তৃতি লাভ করছে। অথচ এই বিপুল জনগোষ্ঠীর দেশে তরুণ মেধাবী ছাত্রের অভাবে নেই, যারা মানসম্মত সফটওয়্যার ডেভেলপ করতে পারে। এখন সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, তাই তার পুরোপুরি সদ্ব্যবহার করা উচিত। অবকাঠামো যা দরকার তা সরকারের কাছ থেকে আদায় করে নেয়ার জন্য বেসিসকে আরো সক্রিয় হতে হবে। মানসম্মত সফটওয়্যার ডেভেলপ করা ও তা বাজারজাতকরণের কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও বেসিসকে উদ্যোগী হতে হবে।
যেহেতু সফটওয়্যার শিল্প খাতে আমাদের তেমন ব্র্যান্ডিং ইমেজ নেই, তাই দেশীয় বাজারকে প্রথমে টার্গেট করতে হবে। লক্ষ রাখতে হবে এখন থেকে যেনো আর কোনো বিদেশী কোম্পানির ডেভেলপ করা সফটওয়্যার যাতে এখানে ব্যবহার না হয় বা কেনা না হয়। এছাড়া দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করে, তারা যেন প্রথমেই উন্নত বিশ্বকে টার্গেট না করে আমাদের আশপাশে বা আমাদের চেয়ে কম উন্নত বা আমাদের মতো দেশ যেমন-ভুটান, নেপাল ইত্যাদি দেশকে টার্গেট করে সফটওয়্যার বাজারজাতকরার উদ্যোগ নেয় এবং সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়। এক্ষেত্রে সরকারের কাছ থেকে কার্যকর সহযোগিতা আদায় করে নেয়ার জন্য উদ্যোগী হতে হবে ব্যবসায়ী মহলকে এবং সরকারকে সহযোগী ও উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে সফটওয়্যার শিল্প আরও এগিয়ে যায়। সরকারকে মনে রাখতে হবে, সফটওয়্যার শিল্প গড়ে উঠলে এদেশে বেকারত্ব যেমন কমবে, তেমনি দেশের অর্থনীতির ভিতও মজবুত হবে।
০ টি মন্তব্য