ঢাকার বিভিন্ন কমপিউটার মার্কেট পরিদর্শনের সময় গ্রাহকরা হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) চেয়ে বেশি সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) কিনছেন। এক্ষেত্রে এইচপি এবং স্যামসাং এসএসডি হয়ে উঠেছে ক্রেতাদের প্রথম পছন্দ।

এসএসডির বিক্রি বাড়লেও ৮ গিগাবাইটের এর নিচে র‍্যামের ক্যাপাসিটি বাজারে তেমন চাহিদা নেই। প্রসেসর সহ বিভিন্ন কমপিউটার যন্ত্রাংশের দাম এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে।