https://powerinai.com/

ল্যাপটপটি টুকে ডিসপ্লে এবং ইন্টেলের ইলেভেন জেনারেশন কোর আই ৩ প্রসেসর

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এলো ‘রিয়েলমি’ ল্যাপটপ

রিয়েলমি বুক (স্লিম) রিয়েলমি বুক (স্লিম)
 

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ‘রিয়েলমি’ ল্যাপটপ নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নতুন ল্যাপটপটির নাম রিয়েলমি বুক (স্লিম)। আকর্ষণীয় সব ফিচার্স রয়েছে এই ল্যাপটপটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল টুকে ডিসপ্লে এবং ইন্টেলের ইলেভেন জেনারেশন কোর আই প্রসেসর। ১৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরও থাকছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স, ৮জিবি ডুয়েল চ্যানেল এলপিডিডিআর-ফোর-এক্স রেম, ২৫৬ জিবি এনভিএমই এসএসডি, উইন্ডোজ ১০ হোম, মাইক্রোসফট অফিস ২০১৯ হোম এন্ড স্টুডেন্ট প্রি ইন্সটল, ব্যাকলিট কিবোর্ড কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্ট অপশন। সিলভার গ্রে কালারের এই ল্যাপটপে থাকছে আপটু ১১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক এর সুবিধা এবং বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। মূল্যঃ ৬০,০০০/- টাকা।

    

এছাড়াও রিয়েলমি বুক ল্যাপটপে রয়েছে ইন্টেল এর ১১ প্রজন্মের কোর আই প্রসেসর যুক্ত ভিন্ন আরেকটি মডেল। বাজারে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে টি ভিন্ন কালারে রিয়েল ব্লু, রিয়েল গ্রিন এবং রিয়েল গ্রে। ৮জিবি ডুয়েল চ্যানেল এলপিডিডিআর-ফোর-এক্স রেম, ৫১২ জিবি এনভিএমই এসএসডি, উইন্ডোজ ১০ হোম, মাইক্রোসফট অফিস ২০১৯ হোম এন্ড স্টুডেন্ট প্রি ইন্সটল, ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্ট সুবিধা। এই ল্যাপটপটিতেও থাকছে আপটু ১১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক এর সুবিধা এবং বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। মূল্যঃ ৭৪,০০০/- টাকা।  যোগাযোগ :  ০১৩১৩০০২৬৫৭








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।