https://powerinai.com/

জাভা প্রোগ্রামিং

জাভাতে স্প্রিং লেআউট প্রোগ্রাম

জাভাতে স্প্রিং লেআউট প্রোগ্রাম জাভাতে স্প্রিং লেআউট প্রোগ্রাম
 

জাভাতে স্প্রিং লেআউট প্রোগ্রাম


যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেআউট ব্যবহার করে উইন্ডো বা ফ্রেমে কম্পোনেন্টকে সুবিন্যস্তভাবে সাজানো যায়। ইতিপূর্বে আমরা BorderLayout, GridLayout, FlowLayout  নিয়ে প্রোগ্রাম দেখেছি। এ পর্বে আগের লেআউটগুলো থেকে সম্পূর্ণ আলাদা আরেকটি লেআউট Spring Layout নিয়ে আলোচনা করা হয়েছে। আগের লেআউটগুলোয় উইন্ডোতে কম্পোনেন্ট সংযুক্ত করলে কম্পোনেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের পজিশন ঠিক করে নিত। যেমন ফ্লোলেআউটে কম্পোনেন্টগুলো একটির পর আরেকটি, গ্রিড লেআউটে রো এবং কলাম অনুসারে এবং বর্ডারলেআউটে দিক অনুসারে (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বা কন্টেইনারের মাঝখানে) অবস্থান করে। কিন্তু এ লেআউটগুলো দিয়ে কন্টেইনারের একটি নির্দিষ্ট বিন্দুতে যদি কম্পোনেন্ট রাখতে চাই তা সম্ভব নয়। এ কাজটি SpringLayout দিয়ে করা সম্ভব এবং এ কাজটি করার জন্য অবশ্যই Swing প্যাকেজটিকে ইম্পোর্ট করে নিতে হবে।


প্রোগ্রামটি রান করার পদ্ধতি অন্যান্য জাভা প্রোগ্রামের মতোই। তবে, এজন্য অবশ্যই আপনার কম্পিউটারে Jdk সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। আমরা সফটওয়্যারটির Jdk1.4 ভার্সন ব্যবহার করব এবং প্রোগ্রামগুলো D:\  ড্রাইভের java ফোল্ডারে সেভ করব। 


নিম্নের প্রোগ্রামটি নোটপ্যাডে টাইপ করে Sp_Layout.java

 নামে সেভ করতে হবে। 


import java.awt.*;

import javax.swing.*;

 class Sp_Layout extends JFrame {

  public Sp_Layout() {

    super("Spring Layout");

    setSize(250, 200);                //1

     JPanel c = (JPanel) getContentPane();

    c.setLayout(new SpringLayout());

    //Button-1

    c.add(new JButton("1"), new SpringLayout.Constraints(

                   Spring.constant(10),

                   Spring.constant(10),

                   Spring.constant(120),

                   Spring.constant(70)));

//Button-2   

c.add(new JButton("2"), new SpringLayout.Constraints(

                   Spring.constant(160),

                   Spring.constant(10),

                   Spring.constant(70),

                   Spring.constant(30)));

//Button-3   

c.add(new JButton("3"), new SpringLayout.Constraints(

                   Spring.constant(160),

                   Spring.constant(50),

                   Spring.constant(70),

                   Spring.constant(30)));

//Button-4

c.add(new JButton("4"), new SpringLayout.Constraints(

                   Spring.constant(10),

                   Spring.constant(90),

                   Spring.constant(50),

                   Spring.constant(40)));

//Button-5

c.add(new JButton("5"), new SpringLayout.Constraints(

                   Spring.constant(120),

                   Spring.constant(90),

                   Spring.constant(50),

                   Spring.constant(40)));

  }

  public static void main(String args[]) {

    Sp_Layout frame = new Sp_Layout();

    frame.setDefaultCloseOperation(JFrame.EXIT_ON_CLOSE);

    frame.setVisible(true);

  }

}


কোড বিশ্লেষণ 


প্রোগ্রামটিতে JFrame-কে extends করা হয়েছে। ফলে একটি উইন্ডো তৈরি হবে। এর সাইজ হবে প্রস্থ ২৫০ এবং উচ্চতা ২০০ পিক্সেল (১নং কমেন্ট চিহ্নিত লাইন)। উইন্ডোর টাইটেল বারে Spring Layout লেখাটি 


দেখানোর জন্য এর super ক্লাসে একটি স্ট্রিং ÔSpring Layout পাঠানো হচ্ছে যাতে ফ্রেমের টাইটেল বারে তা প্রদর্শিত হয়। প্রোগ্রামে ব্যবহৃত ফ্রেমে কম্পোনেন্ট বা বাটন বসানোর জন্য একটি প্যানেল c নেয়া হয়েছে। প্যানেলে কম্পোনেন্টগুলোকে সাজানোর জন্য setLayout মেথডের মাধ্যমে ঝঢ়ৎরহম খধুড়ঁঃ সেট করা হয়েছে। 


এবার বাটন তৈরি করে বাটনটিকে একই সাথে প্যানেলে সংযুক্ত করব। এভাবে আমরা মোট ৫টি বাটন 1, 2, 3, 4 এবং 5 তৈরি করব। প্রথম বাটনটিকে প্যানেলে সংযুক্ত করে বাটনটি কোন পজিশনে থাকবে Spring.constant- -এর মাধ্যমে তা উল্লেখ করা হয়েছে। প্রথম দুটি Spring.constant দিয়ে y মান দেয়া হয়েছে। এর ফলে (x, y) অর্থাৎ (10, 10) বিন্দু হতে বাটনটি তৈরি হবে এবং এর প্রস্থ ও উচ্চতা পরবর্তী দুটি Spring.constant-এর মাধ্যমে সেট করা হয়েছে। এর প্রস্থ দেয়া হয়েছে ১২০ এবং উচ্চতা ৭০ পিক্সেল যা (10, 10) বিন্দু হতে প্রয়োজনানুযায়ী প্রসারিত হবে। 


সবশেষে মেইন মেথডে Sp_Layout ক্লাসের অবজেক্ট তৈরি হবে। অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই উপরের বর্ণনা মোতাবেক কাজগুলো সংঘটিত হবে। মূলত মেইন মেথড থেকেই প্রোগ্রাম রান করে। প্রোগ্রামটি রান করার পর উইন্ডোর ক্লোজ বাটনে ক্লিক করলে যাতে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় সেজন্য setDefaultCloseOperation(JFrame.EXIT_ON_CLOSE) ব্যবহার করা হয়েছে। এই মেথডটি ব্যবহার না করা হলে ক্লোজ বাটনে ক্লিক করলে উইন্ডোটি দৃশ্যমান না থাকলেও রানিং অবস্থায় থাকে এবং মেমরি ব্যবহার করতে থাকে। এরপর প্রোগ্রামটি রান করার পর যাতে উইন্ডোটি দেখা যায় সেজন্য setVisible(true) কোড ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহার না করলে উইন্ডো দেখা যাবে না যদিও তা তৈরি হয়।


প্রোগ্রাম রান করা  


প্রোগ্রামটি রান করার জন্য কমান্ড প্রম্পট ওপেন করে নিচের চিত্রের মতো করে কোডগুলো রান করতে হবে। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।