আমেরিকান প্রযুক্তি কোম্পানি ওপেনএআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত বছরের মার্চে গুগল বার্ড (বিএআরডি) নামে একটি এআই চ্যাটবট চালু করে।
তবে বাজারে প্রবেশের পর থেকে বার্ড চ্যাটবট চ্যাটজিপিটি থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই এবার বার্ড চ্যাটবটের আপডেটেড সংস্করণ ‘বার্ড অ্যাডভান্সড’ নিয়ে আসবে গুগল।
গুগল জানিয়েছে চ্যাটবটটিতে নিজেদের তৈরি ‘জেমিনি’ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটি দাবি করে বর্তমানে বার্ডে ব্যবহৃত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের তুলনায় জেমিনির প্রযুক্তি উন্নত হওয়ায় নতুন চ্যাটবটটি ব্যবহার করে সহজেই জটিল গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন কাজ দ্রুত করা যাবে বলে।
তবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে হবে নতুন সংস্করণের বার্ড চ্যাটবটটি ব্যবহারের জন্য। বার্ড চ্যাটবটটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
চ্যাটবট ইংরেজিতে জিজ্ঞাসিত যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর দিতে পারে। এটি আপনার জিমেইল ইনবক্সের পাশাপাশি গুগল ডক্সের বিভিন্ন ইমেল থেকে প্রয়োজনীয় তথ্যও খুঁজে পেতে পারে।
তবে বাজারে প্রবেশের পর থেকে বার্ড চ্যাটবট চ্যাটজিপিটি থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই এবার বার্ড চ্যাটবটের আপডেটেড সংস্করণ ‘বার্ড অ্যাডভান্সড’ নিয়ে আসবে গুগল।
গুগল জানিয়েছে চ্যাটবটটিতে নিজেদের তৈরি ‘জেমিনি’ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটি দাবি করে বর্তমানে বার্ডে ব্যবহৃত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের তুলনায় জেমিনির প্রযুক্তি উন্নত হওয়ায় নতুন চ্যাটবটটি ব্যবহার করে সহজেই জটিল গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন কাজ দ্রুত করা যাবে বলে।
তবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে হবে নতুন সংস্করণের বার্ড চ্যাটবটটি ব্যবহারের জন্য। বার্ড চ্যাটবটটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
চ্যাটবট ইংরেজিতে জিজ্ঞাসিত যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর দিতে পারে। এটি আপনার জিমেইল ইনবক্সের পাশাপাশি গুগল ডক্সের বিভিন্ন ইমেল থেকে প্রয়োজনীয় তথ্যও খুঁজে পেতে পারে।








০ টি মন্তব্য