বন্যপ্রাণী জীবনাচরণ সম্পর্কে জানতে ক্যামেরাগুলি এখন পর্যন্ত সেরা ডিভাইস ছিল। বন্য প্রাণী বা বন্য প্রাণীদের কার্যকলাপ পর্যবেক্ষণে এআই প্রযুক্তি ব্যবহারের সুবিধাও এবার দেখা যাবে।
এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার সঙ্গে নয়, বাইনোকুলারের সঙ্গে সংযোগ ঘটানো হয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য তৈরি বিশ্বের প্রথম স্মার্ট বাইনোকুলারটির নাম ‘সভোরোস্কি অপটিক এক্স ভিসিও’।
পাঁচ বছর সময় লেগেছে বিশ্ববিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার মার্ক নিউসনের নকশা করা এই বাইনোকুলার তৈরিতে। ৩৯০টি হার্ডওয়্যার বাইনোকুলারটি নির্মাণে ব্যবহার করা হয়েছে।
পাখিসহ অন্যান্য বন্য প্রাণীর নাম বিল্ট-ইন এআইসংবলিত বাইনোকুলারটির বাটন চাপলেই রিয়াল টাইমে জানা যাবে। বাইনোকুলারটি প্রায় ৯ হাজার পাখির নাম জানাতে পারবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। ‘সভোরোস্কি অপটিক আউটডোর’ অ্যাপ এর মাধ্যমে ছবি বা ভিডিওগুলো শেয়ার করে স্মার্টফোনে ডাউনলোড করতে পারবে।
বাইনোকুলারটি কিনতে খরচ হবে চার হাজার ৭৯৯ ডলার (পাঁচ লাখ ২৫ হাজার টাকা)। বাইনোকুলারটি ফেব্রুয়ারিতে বাজারে আসবে।
এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার সঙ্গে নয়, বাইনোকুলারের সঙ্গে সংযোগ ঘটানো হয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য তৈরি বিশ্বের প্রথম স্মার্ট বাইনোকুলারটির নাম ‘সভোরোস্কি অপটিক এক্স ভিসিও’।
পাঁচ বছর সময় লেগেছে বিশ্ববিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার মার্ক নিউসনের নকশা করা এই বাইনোকুলার তৈরিতে। ৩৯০টি হার্ডওয়্যার বাইনোকুলারটি নির্মাণে ব্যবহার করা হয়েছে।
পাখিসহ অন্যান্য বন্য প্রাণীর নাম বিল্ট-ইন এআইসংবলিত বাইনোকুলারটির বাটন চাপলেই রিয়াল টাইমে জানা যাবে। বাইনোকুলারটি প্রায় ৯ হাজার পাখির নাম জানাতে পারবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। ‘সভোরোস্কি অপটিক আউটডোর’ অ্যাপ এর মাধ্যমে ছবি বা ভিডিওগুলো শেয়ার করে স্মার্টফোনে ডাউনলোড করতে পারবে।
বাইনোকুলারটি কিনতে খরচ হবে চার হাজার ৭৯৯ ডলার (পাঁচ লাখ ২৫ হাজার টাকা)। বাইনোকুলারটি ফেব্রুয়ারিতে বাজারে আসবে।








০ টি মন্তব্য