সোলোস এয়ার গো-৩ মূলত অডিও সানগ্লাস। দেখতে সাধারণ ফ্রেমের মতো। কিন্তু এতে থাকছে চ্যাটজিপিটি ফিচার। এমনকি ডিসপ্লে ছাড়া, ডিভাইসটি চলার পথে একটি উন্নত পরিধানযোগ্য এআইয়ের অভিজ্ঞতা প্রদান করবে।
এটি বাইরের অতিরিক্ত আওয়াজ দূর করতে ভয়েস রিকগনিশন প্রযুক্তি "হুইসপার" যুক্ত করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে যে সোলোস এয়ার গো-৩ সঠিকভাবে গাড়িতে মিউজিক চালানোর কমান্ড বুঝতে পারে।
বাংলাদেশি মুদ্রায় ডিভাইসটির দাম প্রায় ২২ হাজার টাকা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে এয়ার গো-৩।
বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস।
স্মার্টগ্লাস ছবি তোলা, ভিডিও রেকর্ড ও অডিও ম্যানেজমেন্টের মতো সুবিধা দিলেও এয়ার গো-৩ ডিভাইসে এসব থাকছে না। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
চ্যাটজিপিটির ভয়েস কমান্ড, ওয়েলনেস ট্র্যাকার এবং অঙ্গভঙ্গি চিহ্নিত করার সুবিধাগুলো ডিভাইসটিতে অন্তর্ভুক্ত করায় ব্যবহারকারীরা আরও স্বাস্থ্যসচেতন হয়ে উঠবে।
দামের হিসাব করলেও বাজারের অন্যান্য স্মার্টগ্লাস থেকে সোলোস এয়ার গো-৩ এর দাম কিছুটা কম।
এটি বাইরের অতিরিক্ত আওয়াজ দূর করতে ভয়েস রিকগনিশন প্রযুক্তি "হুইসপার" যুক্ত করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে যে সোলোস এয়ার গো-৩ সঠিকভাবে গাড়িতে মিউজিক চালানোর কমান্ড বুঝতে পারে।
বাংলাদেশি মুদ্রায় ডিভাইসটির দাম প্রায় ২২ হাজার টাকা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে এয়ার গো-৩।
বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস।
স্মার্টগ্লাস ছবি তোলা, ভিডিও রেকর্ড ও অডিও ম্যানেজমেন্টের মতো সুবিধা দিলেও এয়ার গো-৩ ডিভাইসে এসব থাকছে না। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
চ্যাটজিপিটির ভয়েস কমান্ড, ওয়েলনেস ট্র্যাকার এবং অঙ্গভঙ্গি চিহ্নিত করার সুবিধাগুলো ডিভাইসটিতে অন্তর্ভুক্ত করায় ব্যবহারকারীরা আরও স্বাস্থ্যসচেতন হয়ে উঠবে।
দামের হিসাব করলেও বাজারের অন্যান্য স্মার্টগ্লাস থেকে সোলোস এয়ার গো-৩ এর দাম কিছুটা কম।








০ টি মন্তব্য