https://powerinai.com/

স্যামসাংয়ের কনসেপ্ট ফোন ভাঁজ হবে দুই দিকে

স্যামসাংয়ের কনসেপ্ট ফোন ভাঁজ হবে দুই দিকে স্যামসাংয়ের কনসেপ্ট ফোন ভাঁজ হবে দুই দিকে
 
স্যামসাংয়ের কনসেপ্ট ফ্লিপ ফোন দুই দিকেই ভাঁজ করা যায়। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের পরবর্তী সংস্করণ হিসেবে কনসেপ্ট ফোনটি বাজারে আনতে পারে।

সিঙ্গল স্ক্রিনের ফোনটিকে তারা বলছে ‘ইন অ্যান্ড আউট ফ্লিপ’। ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় ৬.৭ ইঞ্চি লম্বা ফোনটি। দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটি লাস ভেগাসে চলমান ইলেকট্রনিক কনজিউমার শোতে (সিইএস) ফোনটি প্রদর্শন করে।

‘ইন অ্যান্ড আউট ফ্লিপ’ ফোনটি ফোল্ড করলে সামনের ও পেছনের অংশ; দুটিই স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়। এতে নতুন অভিজ্ঞতা পাওয়া যায় ডিভাইস ব্যবহারে।

ফোনটি ভাঁজ করা যায় তীব্র ঠাণ্ডা আবহাওয়া যেমন মাইনাস ২০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও। কনসেপ্ট ফোনটি কবে পাওয়া যাবে তা এখনো প্রকাশ করেনি স্যামসাং।

স্যামসাং সিইএস প্রদর্শনীতে "রোলেবল ফ্লেক্স" নামে একটি ডিভাইসও নিয়ে এসেছে। গোটানো অবস্থা থেকে ডিসপ্লেটি পাঁচ গুণ বেশি বড় করা যায়।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।