এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে।
এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল এবং ট্রাই-ফ্যান প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে।
এর রেজল্যুশন ২৫৬০x১৬০০ আর ২৪০ হার্জ রিফ্রেশ রেট। কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে।
এতে পাওয়া যাবে ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং সহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা। এছাড়া, এই সিরিজের ফিচারে আরও আছে গেমার-ফ্রেন্ডলি কীবোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২.৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াইফাই ৬ই।
আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং স্কার ১৮: গেমিং পাওয়ার হাউস
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য