https://powerinai.com/

এবার গাড়ির জন্য এআই চিপ আনছে ইন্টেল

এবার গাড়ির জন্য এআই চিপ আনছে ইন্টেল এবার গাড়ির জন্য এআই চিপ আনছে ইন্টেল
 
ইনটেল তাদের অটো বিজনেসকে এগিয়ে নিতে এবং গাড়িতে ব্যবহারের জন্য ‘এআই সিস্টেম-অন-এ-চিপ’ নিয়ে আসছে। চীনের ‘জিকআর’ ব্র্যান্ডের গাড়ি ইতিমধ্যেই এই চিপ ইনস্টল করার জন্য সাইন আপ করে ফেলেছে।

কোয়ালকম ও এনভিডিয়ার এর মতো শীর্ষ চিপ নির্মাতাদের চ্যালেঞ্জ জানিয়ে এবার নিজেই এআই চিপ এর অটোমটিভ সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে ইনটেল।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই চিপ ভবিষ্যতের গাড়িগুলোর ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করবে।ইনটেল ‘সিস্টেম-অন-এ-চিপ’ প্রযুক্তি নকশাকারী ফরাসি স্টার্টআপ কোম্পানি সিলিকন মবিলিটি অধিগ্রহণের ঘোষণাও দিয়েছে, যারা বিদ্যুচ্চালিত গাড়ির মোটর নিয়ন্ত্রণকারী সফটওয়্যার ও চার্জিং সিস্টেম বানিয়ে থাকে। 

বিনিয়োগ কোম্পানি সিপিও পার্টনার্স ও ক্যাপিটাল-ই’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্টার্টআপ কোম্পানিটি কতো দামে কেনা হল, ইনটেল সে সম্পর্কে কিছু বলেনি। 

ইনটেলের নতুন এআই চিপের ব্যবহার সবার আগে করতে যাচ্ছে চীনা অটোমেকার ‘জিকআর’, যার মাধ্যমে গাড়িতে ‘লিভিং রুমে থাকার মতো’ অভিজ্ঞতার পাশাপাশি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভিডিও কনফারেন্সিংয়ের মতো সুবিধা মিলবে লাস ভেগাসে সিইএস প্রযুক্তি মেলা শুরুর আগে বলেছেন ইনটেলের অটোমেটিভ ব্যবসার প্রধান জ্যাক উইস্ট। 

নতুন এই চিপ অটোমেটিভ সিস্টেমে কোম্পানির সম্প্রতি উন্মোচিত ‘এআই পিসি’ প্রযুক্তিও চালানো যাবে, যা গাড়িকে আরও টেকসই করার পাশাপাশি পারফর্মেন্স সংশ্লিষ্ট প্রয়োজনীয়তাও পূরণ করবে। 

ইনটেল এর মধ্যে পাঁচ কোটির বেশি গাড়ির ইনফোটেইনমেন্ট ব্যবস্থায় চিপ সরবরাহ করেছে।

এনভিডিয়া ও কোয়ালকমের মতো কোম্পানিগুলো অটোমেটেড ড্রাইভিং প্রযুক্তি, গাড়ির আপগ্রেডযোগ্য সফটওয়্যার ও জটিল ড্যাশবোর্ড ডিসপ্লে তৈরির কাজে নিয়োজিত সেমিকন্ডাক্টর বাজার দখলে রেখেছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।