চাঁদে যাওয়ার সুযোগ না থাকলেও চাঁদে আপনার নাম পাঠানো যাবে। এর জন্য অর্থ ব্যয় করতে হবে না। নাসার রোবোটিক চন্দ্র রোভার ভাইপার নিবন্ধিত মানুষের নাম বহন করে চাঁদে পাঠানো হবে।
রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে পানি অনুসন্ধান করবে এবং সেখানকার পরিবেশ গবেষণা করবে। নাসা চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিতে ‘সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার’ নামের একটি প্রচারাভিযান শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির তথ্যমতে, এই (https://www3.nasa.gov) ওয়েবসাইটে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা নিজেদের নাম বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন।
নাম জমা দেওয়া যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হওয়া নামগুলো পরবর্তী সময়ে ভাইপার রোভারের সঙ্গে যুক্ত করে চাঁদে পাঠানো হবে।
‘ভাইপারের মাধ্যমে আমরা চাঁদের বুকে বিভিন্ন গবেষণা ও অনুসন্ধান করা হবে। পাশাপাশি “সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার” এই প্রচারণার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষকে এই রোমাঞ্চকর যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের নামগুলো রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর এবড়োখেবড়ো ভূখণ্ড পরিভ্রমণ করবে।’ নাম নিবন্ধন করা ব্যক্তিরা ভাইপার মিশনের ভার্চ্যুয়াল স্মারক হিসেবে ওয়েবসাইট থেকে বোর্ডিং পাসও সংগ্রহ করতে পারবেন।
রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে পানি অনুসন্ধান করবে এবং সেখানকার পরিবেশ গবেষণা করবে। নাসা চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিতে ‘সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার’ নামের একটি প্রচারাভিযান শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির তথ্যমতে, এই (https://www3.nasa.gov) ওয়েবসাইটে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা নিজেদের নাম বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন।
নাম জমা দেওয়া যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হওয়া নামগুলো পরবর্তী সময়ে ভাইপার রোভারের সঙ্গে যুক্ত করে চাঁদে পাঠানো হবে।
‘ভাইপারের মাধ্যমে আমরা চাঁদের বুকে বিভিন্ন গবেষণা ও অনুসন্ধান করা হবে। পাশাপাশি “সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার” এই প্রচারণার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষকে এই রোমাঞ্চকর যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের নামগুলো রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর এবড়োখেবড়ো ভূখণ্ড পরিভ্রমণ করবে।’ নাম নিবন্ধন করা ব্যক্তিরা ভাইপার মিশনের ভার্চ্যুয়াল স্মারক হিসেবে ওয়েবসাইট থেকে বোর্ডিং পাসও সংগ্রহ করতে পারবেন।








০ টি মন্তব্য