বুলেটিন বোর্ড সিস্টেম (বিবিএস) বা কমপিউটার বুলেটিন বোর্ড সার্ভিস (সিবিবিএস) অনলাইনে চালু হয়। বিবিএস হল সফটওয়্যার চালিত কমপিউটার সার্ভার।
এই সার্ভারে একটি টার্মিনাল প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে ব্যবহারকারীরা যুক্ত হতে পারেন।
যুক্ত হওয়ার বা লগ-ইন করার পর ব্যবহারকারী এই সার্ভারে সফটওয়্যার বা তথ্য প্রকাশ করতে পারেন (আপলোডিং), আবার সার্ভার থেকে নামাতেও পারেন (ডাউনলোডিং)।
বিবিএসে ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদানও করতে পারতেন সরাসরি চ্যাটিং বা মেসেজ বোর্ডের মাধ্যমে। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ফিডোনেটের মতো মেসেজ নেটওয়ার্কে নেটমেইল তৈরি করে।
যা বর্তমানের ইন্টারনেটভিত্তিক ই-মেইল আদান-প্রদান সফটওয়্যারের মতোই ছিল।বিবিএস নানাভাবে এখনকার দিনের আধুনিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের অন্যান্য মাধ্যমে পূর্বসুরী।
বিবিএস কম খরচ ও বেশি কার্যকারিতার কারণে নব্বুইয়ের দশকের শুরুর দিকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯৪ সালে পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে ৬০ হাজার বিবিএস সক্রিয় ছিল। বিবিএস ব্যবহার করতেন ১ কোটি ৭০ লাখ ব্যবহারকারী।
ইন্টারনেটে প্রথম বুলেটিন বোর্ড সিস্টেম
ইন্টারনেটে প্রথম বুলেটিন বোর্ড সিস্টেম
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য