https://powerinai.com/

স্পেসএক্স ক্রু-৮ মিশন কক্ষপথে পৌঁছেছে

স্পেসএক্স ক্রু-৮ মিশন কক্ষপথে পৌঁছেছে স্পেসএক্স ক্রু-৮ মিশন কক্ষপথে পৌঁছেছে
 
মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেসএক্স ক্রু-৮ মিশনের উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (৩ মার্চ) রাত ১০টা ৫৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার ৯টা ৫৩ মিনিটে) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে এটি উৎক্ষেপণ করা হয়। 

নাসা জানিয়েছে, সফল উৎক্ষেপণের পর চারজন নভোচারী বহনকারী ড্রাগন মহাকাশযান কক্ষপথে পৌঁছেছে। নাসার স্পেসএক্স ক্রু-৮ মিশনটি সংস্থাটির মহাকাশ কর্মসূচীর অষ্টম নিয়মিত মিশন। 

এই মিশনে রয়েছেন নাসার নভোচারী জিনেট এপস, মাইকেল ব্যারাট ও ম্যাথিউ ডমিনিক। আরও আছেন রাশিয়ার রসকসমসের আলেকজান্ডার গ্রেবেনকিন।

এই নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্পেশনের অরবিটাল ল্যাবরেটরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা চালাবেন। নাসা ও স্পেসএক্স ক্রু-৮ মিশনের জন্য বেশ কিছুদিন ধরেই একযোগে কাজ করছিল।

সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সর্বপ্রথম গত ২২ ফেব্রুয়ারি এটির উৎক্ষেপণ সময় ঠিক করা হয়। তবে শেষ মুহূর্তে এসে এর সময় পেছানো হয়। শনিবার (২ মার্চ) নতুন সময় নির্ধারণ করা হয়। 

এদিন স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা ১৬ মিনিটে) উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে খারাপ আবহাওয়ার কারণে নাসা দ্বিতীয়বারের মতো সময় পেছানোর ঘোষণা দেয়। 

ক্রু-৮ মিশন উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয়। সবকিছু ঠিক থাকলে রোববার স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে এটি উৎক্ষেপণ করা হবে। 

সেই নির্ধারিত সময়ে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে উৎক্ষেপণ করা হয়। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।