এখন থেকে নিতে হবে ভারত সরকারের অনুমোদন অনির্ভরযোগ্য বা পরীক্ষামূলক পর্যায়ে থাকা এআই টুল উন্মুক্ত করতে চাইলে প্রযুক্তি কম্পানিগুলোকে।
গত শুক্রবার এই ঘোষণা জারি করে ভারতের ইলেকট্রনিকস ও আইটি মন্ত্রণালয়। এ ছাড়া এআই মডেলগুলো যে ভুলভাল তথ্য দিতে পারে, সেটাও উল্লেখ করে দিতে হবে।
দেশটির আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর বলেন, ‘ভবিষ্যতে এই নিয়ম যে আইনে পরিণত করা হবে, এটা তারই ইঙ্গিত। পরীক্ষামূলক পর্যায়ে থাকা যেসব এআই প্ল্যাটফরর্ম ভারতে ব্যবহার করা যায় সেগুলোকে উদ্দেশ করেই ঘোষণা জারি করা হয়েছে।
স্টার্টআপের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।’ গত ২৩ ফেব্রুয়ারি এক শীর্ষস্থানীয় মন্ত্রী গুগলের এআই টুল ‘জেমিনি’র দেওয়া উত্তর সবার সামনে তুলে ধরেন।
এই বিষয়ে গুগল জানায়, এআই টুল চলমান ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক ইস্যু নিয়ে সব সময় নির্ভরযোগ্য তথ্য দেয় না।দেশটির ইলেকট্রনিকস ও আইটি মন্ত্রণালয় গত বছরই এআই উন্নয়নের ওপর বিধি-নিষেধ জারি করতে অস্বীকৃতি জানায়। তারা আরো বলে, ভারতের অগ্রগতির জন্য এআই খাত খুবই গুরুত্বপূর্ণ।
এআই টুল উন্মুক্ত করতে ভারত সরকারের অনুমোদন নিতে হবে
এআই টুল উন্মুক্ত করতে ভারত সরকারের অনুমোদন নিতে হবে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য