গুগলে ওয়্যার ওএসে আনছে ব্যাটারি সাশ্রয়ী নতুন সব ফিচার, মজার বিষয় হচ্ছে সেটা প্রথমে দেখা য়াবে ওয়ানপ্লাস ওয়াচ ২ ডিভাইসটিতে। প্রথম ওয়ানপ্লাস ওয়াচ চরমভাবে ফ্লপ করার পর প্রতিষ্ঠানটি এবারের ডিভাইস একেবারে নতুন করে ঢেলে সাজিয়েছে।
ওয়ানপ্লাস ওয়াচ ২ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম ডাব্লিউ৫ প্রসেসর এবং সর্বশেষ ওয়্যার ওএস, অ্যামোলেড ডিসপ্লে, নানাবিধ ফিটনেস মনিটরিং সেন্সর এবং ৫০০ এমএইচ ব্যাটারি।
ওয়াচটিতে মূল ওএস এবং প্রসেসরের পাশাপাশি থাকছে শুধু ফিটনেস মনিটরিংয়ের জন্য বিশেষায়িত ব্যাটারি সাশ্রয়ী আরেকটি প্রসেসর এবং তার নিজস্ব ওএস, অনেকটা স্মার্ট ব্যান্ডের মতো।
ওয়াচটি যেমন ওয়্যার ওএসের সব ফিচার এবং স্ট্যান্ডবাইতে থাকা অবস্থায় স্মার্ট ব্যান্ডের মতো প্রায় এক সপ্তাহ ব্যাকআপও দিতে পারবে। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ২৯৯ ডলার।
ওয়ানপ্লাস ওয়াচ ২ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম ডাব্লিউ৫ প্রসেসর এবং সর্বশেষ ওয়্যার ওএস, অ্যামোলেড ডিসপ্লে, নানাবিধ ফিটনেস মনিটরিং সেন্সর এবং ৫০০ এমএইচ ব্যাটারি।
ওয়াচটিতে মূল ওএস এবং প্রসেসরের পাশাপাশি থাকছে শুধু ফিটনেস মনিটরিংয়ের জন্য বিশেষায়িত ব্যাটারি সাশ্রয়ী আরেকটি প্রসেসর এবং তার নিজস্ব ওএস, অনেকটা স্মার্ট ব্যান্ডের মতো।
ওয়াচটি যেমন ওয়্যার ওএসের সব ফিচার এবং স্ট্যান্ডবাইতে থাকা অবস্থায় স্মার্ট ব্যান্ডের মতো প্রায় এক সপ্তাহ ব্যাকআপও দিতে পারবে। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ২৯৯ ডলার।








০ টি মন্তব্য