ক্রসবিটস নিয়ে এল নতুন এভারেস্ট স্মার্টওয়াচ। স্মার্টওয়াচটির বডি তৈরিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে দেয়া হয়েছে টাইটেনিয়ামের মেটাল ফিনিশিং।
স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত। ফলে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে এটি সুরক্ষিত থাকবে। এভারেস্ট স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
যার পিক্সেল রেজল্যুশন ৪৬৬x৪৬৬ এবং পিক ব্রাইটনেস ৮৫০ নিটস। এর সঙ্গে ৫০০টিরও বেশি কাস্টমাইজ ডিজাইনের ওয়াচ ফেস ব্যবহার করা যাবে।
হেলথ মনিটর করার জন্য এভারেস্ট স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার, স্লিপ ট্র্যাকিং এবং রক্তচাপ পরিমাপের ফিচার রয়েছে।
একবারের চার্জে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৩, যা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনে ব্যবহার করা যাবে।
আরও রয়েছে ব্লুটুথ কলিং, রিমোট ক্যামেরা ও মিউজিক কন্ট্রোলো মতো ফিচার। ক্রসবিটস এভারেস্ট স্মার্টওয়াচটির দাম ১ হাজার ৯৯৯ রুপি বা ২৪ ডলার।
এভারেস্ট নামে একটি নতুন স্মার্টওয়াচ বাজারে এনেছে ক্রসবিটস
এভারেস্ট নামে একটি নতুন স্মার্টওয়াচ বাজারে এনেছে ক্রসবিটস
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য