https://powerinai.com/

কাতারে ওয়েব সামিটে অংশ নিলেন শপআপের প্রতিষ্ঠাতা আফিফ জামান

কাতারে ওয়েব সামিটে অংশ নিলেন শপআপের প্রতিষ্ঠাতা আফিফ জামান কাতারে ওয়েব সামিটে অংশ নিলেন শপআপের প্রতিষ্ঠাতা আফিফ জামান
 

কাতারের রাজধানী দোহায় বসেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ প্রযুক্তিবিষয়ক সম্মেলন ‘ওয়েব সামিট কাতার-২০২৪’। বাংলাদেশের সুপরিচিত বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘শপআপ’ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান সম্মেলনে অংশগ্রহণ করেন।


কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিসহ বহু দেশ থেকে আসা চার শতাধিক বিনিয়োগকারী সম্মেলনে সরাসরি অংশগ্রহণ করেন।

সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো উদ্ভাবনী দুনিয়ায় মেধাবীদের সঙ্গে নিয়ে প্রযুক্তির যেসব বিষয় বৈশ্বিক প্রভাব ফেলছে, সেসব বিষয়ে আলোচনা করা ও সংযোগ প্রতিষ্ঠা করা।

সম্মেলনে ‘থট লিডার’ হিসেবে আফিফ জামান উদীয়মান বাজারের অর্থনৈতিক দৃশ্যপটে কীভাবে প্রযুক্তিনির্ভর অর্থায়ন বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে, এ বিষয়ে মঞ্চে কথা বলেন।

অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির মাধ্যমে অর্থায়নকারী ও অর্থ গ্রহীতার স্বার্থ নিশ্চিত করতে পারে বলে তিনি জানান। 
শপআপ প্রতিষ্ঠাতা (সিইও) আফিফ জামান বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সব দেশের ভোক্তাকে নিয়ে নতুন ‘বিশ্ববাজার’ তৈরি হচ্ছে।

উল্লিখিত অঞ্চলের সব দেশ উন্নত দেশের তুলনায় ৫-৬ গুণ অধিক গতিতে এগিয়ে যাচ্ছে। এসএমই শিল্পেই ওই সব দেশের অর্থনৈতিক উন্নতির প্রধান ভিত্তি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ওই সব অঞ্চলের এসএমই শিল্পকে উত্তরোত্তর উন্নয়ন করা জরুরি।শপআপ ব্যবসায়িক মডেল উদীয়মান বাজারে কীভাবে গতি আনতে পারে– এ বিষয়ে আফিফ জামান বিনিয়োগকারীদের সামনে তথ্যচিত্র উপস্থাপন করেন।

শতকোটি নতুন ভোক্তার উদীয়মান বাজার, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জীবনযাত্রা পরিবর্তনে কীভাবে বাণিজ্যিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে ধারণা দেন দেশি উদ্যোক্তা আফিফ জামান।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।