গুগল তাদের ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০২৪’ আয়োজনের দিনক্ষণ ঘোষণা করেছে।
আগামী ১৪ মে বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সম্মেলন শুরু হবে।
এবারও সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এক দিনের এ সম্মেলনে গুগল তার ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা এই সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গুগল এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বড় ধরনের ঘোষণা দিতে পারে।
গুগল গত বছর এআই প্রযুক্তিতে বেশ বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের বিভিন্ন প্রযুক্তিতেও এআই–ফিচার যুক্ত করেছে। গুগল এই সম্মেলনে এআইভিত্তিক নতুন কিছু পণ্য বা প্রযুক্তির ঘোষণা করবে।








০ টি মন্তব্য