এখন নানা ধরনের ছবি দেখা যায় ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। হয়তো কোনো সেলিব্রিটি বা কোনো সাধারণ মানুষের। হতে পারে সেটি ভালো আবার খারাপ।
অনেকে সেই ছবি শেয়ার করছেন, আবার অনেকে সেখানে উল্টাপাল্টা কমেন্ট করছেন। তবে এর আগে অবশ্যই জেনে নেওয়া উচিত ছবিটি আসল কি না।
এজন্য এখন ইন্টারনেটে হাজারো টুল রয়েছে। যাতে এক ক্লিকেই দেখা সম্ভব যে কোনো ছবির ইতিবৃত্ত। রিভার্স ইমেজ সার্চ করলেই বড় ভুল থেকে বাঁচা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, একটা ছবি আসল না নকল, সেটি বোঝার সবচেয়ে ভালো উপায় হল, সেটিকে জুম করে মন দিয়ে অবজার্ভ করা।
ছবির অথেন্টিসিটি বুঝতে অবশ্যই সেটির রিভার্স ইমেজ সার্চ করা দরকার। ছবিটার বিষয়ে প্রশ্ন তুলে কোনো সার্চ ইঞ্জিনে দিলেই বোঝা যাবে সেটি আসল কি না।
পুরোনো কোনো ছবির কোথাও কিছু বদল হয়েছে কি না। গুগল লেন্স টুলে ছবি দিলেই আসল নকল জানা যায়। আরও সহজে বোঝার জন্য কিছু সাইট বা অ্যাপ রয়েছে।
ফেকইমেজডিটেক্টর ডটকম, ফরেন্সিয়ালি, ফটোফরেনসিকের মতো বেশ কিছু সাইট বা টুল রয়েছে, যেখানে ছবি আপলোড করলেই জেনে যাওয়া যায় ছবির অথেন্টিসিটি।
সন্দেহজনক কোনো ছবিকে এমন কোনো ফটো ফিল্টার করতে পারা সাইট বা অ্যাপে দিলেই আসল নকল বুঝতে পারবেন।
ভুয়া ছবি শনাক্ত করবে ফোনের অ্যাপ
ভুয়া ছবি শনাক্ত করবে ফোনের অ্যাপ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য