https://powerinai.com/

নতুন ফোন আনছে ভিভো

নতুন ফোন আনছে ভিভো নতুন ফোন আনছে ভিভো
 

বাজারে সাশ্রয়ী দামে নতুন ফোন আনছে ভিভো। মডেল ভিভো টি৩ ৫জি। এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিন্তু রয়েছে অনেক ফিচার।

এতে মিডরেঞ্জের ফোনের ফিচার পাওয়া যাবে। শিগগিরই হ্যান্ডসেটটি বাজারে আসবে। এরই মধ্যে ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফিকেশন।


ভিভো টি৩ ৫জি মডেলের ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে হাই-এন্ড প্রসেসর এবং ডিজাইন। এই স্মার্টফোন ২০২৩ সালের এপ্রিলে লঞ্চ হওয়া ভিভো টি২ ফোনের উত্তরসূরি হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে।

তবে তার আগেই ফাঁস হল একাধিক ফিচার্স এবং স্পেসিফিকেশন। 
ভিভোর এই স্মার্টফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে।

ফোনটিতে থাকছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই স্মার্টফোনে মিলবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলিড স্ক্রিন। সঙ্গে রিফ্রেশ রেট ১২০ হার্জ।

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ডায়মেনসিটি ৭২০০। 
ভিভো টি৩ স্মার্টফোনে ক্যামেরা মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।

এই ক্যামেরায় পাবেন অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। ফ্রন্টে মিলবে ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। অপারেটিং সিস্টেম রয়েছে ফানটাচ ওএস ভিত্তিক অ্যানড্রয়েড ১৪। 


ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এমএএইচ। সঙ্গে আরও থাকছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং। ভিভো টি৩ ৫জি এই সেগমেন্টে অন্যতম দ্রুত গতির স্মার্টফোন হতে চলেছে। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ৫জি, ৪জি ভোল্টি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।









২ টি মন্তব্য

  • Saiful

    Saiful

    ২০২৫-০৭-২৪ ২১:৫৩:৩৪

    ০১৬১৭৪৫৬৩২৯

  • নুর আলম

    নুর আলম

    ২০২৫-১০-১৬ ০০:১৬:৫৯

    01623911780



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।