পোকো তাদের পণ্যের পসরা বাড়ানোর লক্ষে বাজারে আনতে চলেছে নিজেদের প্রথম ট্যাবলেট। যদিও শাওমির এই সাব-ব্র্যান্ড পোকো কবে তাদের প্রথম ট্যাবলেট উন্মোচন করবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
এমনকি ট্যাবের নাম কী হবে তাও জানা যায়নি। পোকো নিজেদের ব্যবসা বাড়াতে চলেছে সেটা স্পষ্ট। অর্থাৎ ‘বিগ স্ক্রিন’ ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো।
এর আগেও পোকো নতুন ডিভাইস উন্মোচনের কথা বলেছিল। পোকোর এবার শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে।
এইসবের মধ্যে পোকো ট্যাবই প্রথমে লঞ্চ করতে চলেছে। শাওমি প্যাড ৬এস মডেলে রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে পোকোর প্রথম ট্যাবলেট। তবে এমনটাই যে হবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
কিন্তু শাওমি প্যাড ৬এস ট্যাব নতুন নামে পোকো ব্র্যান্ডের সঙ্গে উন্মোচন হতে পারে। পোকো এমনিতেও শাওমির প্রোডাক্ট নতুন নামে উন্মোচন করে। ফিচার এবং স্পেসিফিকেশনে বিশেষ কিছু পরিবর্তন হয় না। খালি দাম অনেকটা কম হয়।
পোকো বাজারে আনতে চলেছে নিজেদের প্রথম ট্যাবলেট
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য