https://powerinai.com/

ভুয়া ওয়েবসাইট তৈরি করে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা

ভুয়া ওয়েবসাইট তৈরি করে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা
 

হ্যাকাররা গুগল মিট, স্কাইপে ও জুমের ভুয়া ওয়েবসাইট তৈরি করে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে। এসব ওয়েবসাইট থেকে অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলেই অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ কমপিউটারে ক্ষতিকর ট্রোজান ভাইরাস প্রবেশ করে।

হ্যাকাররা এর মাধ্যমে দূর থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। গত বছরের ডিসেম্বর থেকে এ কার্যক্রম চালিয়ে আসছে হ্যাকাররা। 

জেস্কেলার থ্রেটল্যাবসের একদল গবেষক শনাক্ত করেছেন জুম, স্কাইপে ও গুগল মিটের ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে সাইবার হামলা চালানোর হতে পারে।

তারা দাবি করছে, সাইবার অপরাধীরা গুগল মিট, স্কাইপে ও জুম ব্যবহার করতে আগ্রহীদের বোকা বানাতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ধরনের ক্ষতিকর ট্রোজান ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।

এসব ভাইরাস প্রবেশ করলেই গোপনে ব্যবহারকারীদের যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। 
ভুয়া ওয়েবসাইটের ঠিকানা জুম, স্কাইপ ও গুগল মিটের ওয়েবসাইটের খুব কাছাকাছি। 

ওয়েবসাইটগুলো দেখতেও প্রায় একই ধরনের। আর তাই ভুল করে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করলেও অনেকে বুঝতে পারেন না।

ওয়েবসাইটগুলোতে থাকা ডাউনলোড বাটন ক্লিক করলেই স্মার্টফোন ও কমপিউটারে ক্ষতিকর পাওয়ার সেল স্ক্রিপ্ট প্রবেশ করে। পাওয়ার সেল স্ক্রিপ্ট একধরনের স্বয়ংক্রিয় টুল বা প্রোগ্রাম, যার মাধ্যমে দূর থেকে যন্ত্রে বিভিন্ন কাজ করা যায়।

এই স্ক্রিপ পরে ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রে রিমোট অ্যাকসেস ট্রোজান বা আরএটি ডাউনলোড করে। এর ফলে হ্যাকাররা সহজেই দূর থেকে যন্ত্র নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে। 

জেস্কেলার থ্রেটল্যাবসের গবেষকেরা আরও জানিয়েছেন জুম, স্কাইপে ও গুগল মিটের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ক্ষতিকর ভাইরাস ছড়ানো হলেও এখন পর্যন্ত আইওএস অপারেটিং সিস্টেম তা করা সম্ভব হয়নি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।