অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সাইবার হাইজিন মেনে চলা, গুজব প্রতিরোধে জেনে-বুঝে তথ্য শেয়ার করা এবং দেখামাত্রই যেকোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, অনলাইনে নিরাপদ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। অপরদিকে সীমিত জনবল ও নানা মাত্রিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে এই সচেতনতা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়নে কাজ করছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির আয়োজনে গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত গুজব, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এমনটাই জানানো হয়।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা জাহান।
সাংবাদিক শুভ রহমানের সঞ্চালনায় সেমিনারে পাসওয়ার্ড নিরাপত্তা নিয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের কমপিউটার সাইন্সে বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. শাফায়েত হোসেন এবং অনলাইনে ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপম্যান্ট) ইঞ্জিনিয়ার মো. নাইম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও খাত সংশ্লিষ্টসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য