২০২৫ সালে স্মার্টওয়াচে স্যাটেলাইট সংযোগ আনার পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল। পাশাপাশি স্মার্টওয়াচটিতে রক্তচাপ পরিমাপের ফিচার যুক্ত করার কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিষয়টির সঙ্গে সম্পর্কিত ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর অ্যাপল ওয়াচ আল্ট্রার নতুন সংস্করণে স্যাটেলাইট ফিচার যোগ করা হতে পারে। এর মাধ্যমে সেলুলার বা ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠানো যাবে। ২০২২ সালে আইফোনের মধ্য দিয়ে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু করে অ্যাপল। আইফোনের যোগাযোগ পরিষেবা সম্প্রসারণে গত নভেম্বরে স্যাটেলাইট সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টারে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।
রক্তচাপ পরিমাপের ফিচারটিও ২০২৫ সালে আসতে পারে। অ্যাপল তাদের পণ্যে আরো স্বাস্থ্যবিষয়ক ফিচার যুক্ত করছে। সেপ্টেম্বরে উন্মুক্ত হওয়া অ্যাপলের স্মার্টওয়াচ স্লিপ অ্যাপনিয়ার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও জরুরি পরিস্থিতিতে সহায়তা করতে পারে।
তবে এসব বিষয় সম্পর্কে রয়টার্স জানতে চাইলে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
ইমার্জেন্সি এসওএস নামের সুবিধা কাজে লাগিয়ে আইফোনে মোবাইল ও ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যায়। ফলে ব্যবহারকারীরা জরুরি প্রয়োজনে আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়।
০ টি মন্তব্য