https://gocon.live/

হার্ডওয়্যার

যে বদভ্যাসগুলো পিসিকে নষ্ট করতে পারে

যে বদভ্যাসগুলো পিসিকে নষ্ট করতে পারে যে বদভ্যাসগুলো পিসিকে নষ্ট করতে পারে
 

যে বদভ্যাসগুলো পিসিকে নষ্ট করতে পারে


প্রত্যেক ব্যবহারকারীই চান তার কমপিউটার আজীবন ব্যবহারোপযোগী থাকবে, কিন্তু তা কখনোই সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায়, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার আগেই আপনার কমপিউটার অকেজো হয়ে পড়েছে। এই অনাকাক্সিক্ষত সমস্যার জন্য ব্যবহারকারীরা সাধারণত কমপিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্ট, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ভাইরাস, ম্যালওয়্যারকে দোষারোপ করে থাকেন- যা বহুলাংশে সত্য হয়ে থাকলেও পিসি ল্যাপটপের সমস্যার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ব্যবহারকারীর আচরণ। ব্যবহারকারীর কিছু কিছু ব্যবহারিক আচরণও অর্থাৎ বদভ্যাস সমস্যা উদ্ভবের কারণ হতে পারে। এ লেখায় কমপিউটার ব্যবহারকারীদের কিছু কিছু ব্যবহারিক বদভ্যাসের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো সমস্যা উদ্ভবের কারণ হতে পারে, যা সাধারণত আমরা সবাই এড়িয়ে গিয়ে থাকি।


লক্ষণীয়, কোনো কিছুই চিরজীবনের জন্য স্থায়ী হয় না, বিশেষ করে প্রযুক্তি বিশ্বে। তবে আপনার কমপিউটার আরো কিছু বেশিদিন স্থায়ী হতে পারবে যদি কমপিউটারের পরিচর্যা নিয়মিতভাবে করে থাকেন। যদি আপনার ল্যাপটপ প্রত্যাশিত সময়ের অনেক আগেই নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এর জন্য দায়ী হতে পারে আপনার কিছু বদভ্যাস। কোনো কিছু না বুঝে এমন কিছু কাজ আপনি নিয়মিত করে থাকেন, যেগুলো পিসির মারাত্মক ক্ষতিকর হতে পারে, সেগুলো ব্যবহারকারীদের উদ্দেশে এ লেখায় উপস্থাপন করা হয়েছে।


ল্যাপটপকে কখনোই প্লাস সারফেসের তথা ভেলবেট বা মোটা কাপড় জাতীয় বস্তুর ওপর রাখবেন না


তাপ হলো কমপিউটারের জন্য এক সাংঘাতিক প্রাণঘাতী। যদি আপনার কমপিউটার খুব গরম হয়ে যায়, তাহলে অভ্যন্তরীণ হার্ডওয়্যারের যেমন প্রসেসর, ফ্যান এবং ব্যাটারির আয়ু কমে যেতে পারে এবং কমপিউটারে উচ্চস্বরে শোঁ শোঁ শব্দ সৃষ্টি হতে পারে।


ডেস্কটপ কমপিউটারের জন্য : এমন সমস্যার সমাধান খুব সহজ-সরল। কম্প্রেস এয়ার ব্যবহার করে কমপিউটারের অভ্যন্তরের ধুলা পরিষ্কার করুন। কমপিউটারকে আঁটসাঁট পরিবেশে রাখা থেকে বিরত থাকুন। আপনার কমপিউটারের ভেতরে যাতে খুব সহজে বায়ু প্রবাহিত হতে পারে, সেদিকে খেয়াল রাখুন। আপনি কমপিউটারকে ভ‚মি থেকে দূরে সরিয়ে রেখে এবং ইনটেক ফ্যানে একটি ফিল্টার স্থাপন করে ধুলাবালিকে প্রতিহত করতে পারেন।


ল্যাপটপের জন্য : ল্যাপটপের জন্য এক্ষেত্রে একটু বেশি যতœশীল হওয়া দরকার। ল্যাপটপ ব্যবহারকারীদের অনেক ধরনের বদঅভ্যাস থাকতে পারে, যেমন ল্যাপটপকে কম্বলের ওপর অথবা অন্য কোনো প্লাস সারফেসের ওপর রেখে কাজ করা। এর ফলে ল্যাপটপের নিচে বাতাস প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে যদি কম্বল ফ্যান ভেন্ট আবৃত করে ফেলে। এমন অবস্থায় যদি সম্ভব হয় ল্যাপটপকে ফ্ল্যাট সারফেসে ব্যবহার করার চেষ্টা করুন অথবা ন্যূনতম নিশ্চিত করুন ল্যাপটপের স্থানটি কম্বল অথবা এ জাতীয় অন্যান্য উপাদানমুক্ত যেগুলো এয়ার ফ্লো তথা বায়ুপ্রবাহ বøক করে। ল্যাপটপের অভ্যন্তরীণ জিনিস শীতল রাখার ব্যাপারে নিশ্চিত থাকতে চাইলে ল্যাপ-ডেস্ক ব্যবহার করা যেতে পারে।


এগুলো ছাড়া একই নিয়ম ল্যাপটপে অ্যাপ্লাই করা যায়, যেমন ডেস্কটপে ব্যবহার করা যায়। এটিকে গরম জায়গায় রাখা উচিত নয়। মাঝেমধ্যে কম্প্রেস এয়ার ব্যবহার করে ল্যাপটপ বা কমপিউটারকে পরিষ্কার করুন। যদি এটিকে ধুলাবালি মুক্ত রাখতে পারেন, তাহলে কম্পোনেন্টগুলোও ভালোভাবে রান করবে দীর্ঘদিন ধরে।


অসতর্কভাবে ল্যাপটপ ব্যবহার করা


অফিসে আরামদায়কভাবে কাজ করার জন্য ডেস্কটপ কমপিউটারে রয়েছে প্রচুর পরিমাণে সমৃদ্ধ সেটিং। কিন্তু ল্যাপটপ ব্যবহারকারীকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয়। অনেক সময় দেখা যায় ব্যবহারকারীরা খুব অসতর্কভাবে ল্যাপটপের ডিসপ্লে ধরে তুলে নিয়ে ব্যবহার করতে শুরু করেন। কোনো কোনো ব্যবহারকারী বেশ শক্তি প্রয়োগ করে একপ্রান্ত ধরে ল্যাপটপ ওপেন করেন। কেউ কেউ ল্যাপটপকে কক্ষের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুড়ে দেন (এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং ল্যাপটপের মারাত্মক ক্ষতি হতে পারে)। অবিশ্বাস্য হলেও সত্য, কখনো কখনো কোনো কোনো ব্যবহারকারীকে বন্ধ ল্যাপটপকে পানীয় রাখার ট্রে হিসেবে ব্যবহার করতেও দেখা গেছে, যা যেকোনো সচেতন ব্যবহারকারীকে ক্রোধান্বিত করতে পারে। ল্যাপটপ সহজে বহনযোগ্য এবং টেকসই হলেও যত বেশি হেলাফেলাভাবে ব্যবহার করবেন, ড্যামেজ হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। যদি আপনার ল্যাপটপের হার্ডডিস্কটি এসএসডির পরিবর্তে পুরনো স্পিনিং হার্ডড্রাইভ হয়ে থাকে, তখন সক্রিয় অবস্থায় কমপিউটার ঝাঁকুনি খাবে বা কম্পিত হবে এবং ডিস্ক ডিসলোকেট বা সারফেস স্পর্শের কারণ গয়ে দাঁড়াতে পারে। সচরাচর এমন কিছু না ঘটলেও মাঝেমধ্যে ঘটতে পারে। সুতরাং এমন বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে চাইলে আপনাকে ডাটা ব্যাকআপ করতে হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।