https://powerinai.com/

প্রযুক্তি

কিংডম অব অ্যামালুর

কিংডম অব অ্যামালুর কিংডম অব অ্যামালুর
 

কিংডম অব অ্যামালুর


অনেকেই আছেন যারা রোল প্লেয়িং গেম খেলতে পছন্দ করেন না। মিশনের চেয়ে বেশি ডায়ালগ ও একই ধরনের মিশন বারবার থাকার জন্য অনেকেই রোল প্লেয়িং বা আরপিজি গেমগুলোর প্রতি বিরক্ত। বেশিরভাগ আরপিজি গেমের কমব্যাট স্টাইল তেমন একটা আহামরি নয়, তাই অনেকেরই আরপিজি গেমের প্রতি অনীহা রয়েছে। কিংডম অব অ্যামালুর রেকনিং নামের গেমটি আরপিজি গেমবিদ্বেষীদের এ টাইপের গেম সম্পর্কে ধারণা আমূল বদলে দেবে। বিখ্যাত স্ট্র্যাটেজি গেম ডিফেন্স অব দ্য অ্যানসিয়েন্টস ও ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট গেমে হিরো যেভাবে তার নানা রকমের পাওয়ার ব্যবহার করে, ঠিক তেমনিভাবে থার্ড পারসন মোডে রেকনিং গেমে খেলা যাবে। গেমটি খেলার সময় মনেই হবে না রোল প্লেয়িং গেম খেলছেন। মনে হবে হ্যাক অ্যান্ড স্ল্যাশ ধাঁচের কোনো সুপার ডুপার অ্যাকশন গেম খেলছেন।


গেমটি উইচার ও স্কাইরিম গেমের চেয়েও বেশি উপভোগ্য মনে হবে অনেকের কাছে। গেমে হিরোর পাওয়ার ও অস্ত্রশস্ত্রের বহুলতা গেমের স্বাদ বহুগুণে বাড়িয়ে তুলেছে। অসাধারণ কমব্যাট স্টাইল, কম্বো মুভমেন্ট, নতুন ধরনের অস্ত্র, নজরকাড়া বর্ম ইত্যাদি গেমটিকে অন্যান্য গেম থেকে আলাদা করে তুলেছে। গেমটি ডেভেলপ করেছে ৩৮ স্টুডিওস ও বিগ হিউজ গেমস এবং পাবলিশ করেছে যৌথভাবে ৩৮ স্টুডিওস ও ইলেকট্রনিক আর্টস। গেমে এত সাইড মিশন দেয়া হয়েছে যে মূল মিশন তার সামনে বেশ নগণ্য মনে হবে। মাস ধরে আরামে খেলার মতো বিশাল গেমপ্লে টাইম থাকায় গেমটি গেমার মহলে বেশ সাড়া পেয়েছে। গেমের গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম এক কথায় চমৎকার।


সিস্টেম রিকোয়ারমেন্ট


প্রসেসর : পেন্টিয়াম ডুয়াল কোর ২.২ গিগাহার্টজ

র্যাম : ১ গিগাবাইট

গ্রাফিক্সকার্ড : ন্যূনতম জিফোর্স ৮৮০০জিএস/রাডেওন এইচডি ৩৬০০

হার্ডডিস্ক স্পেস : ১০.৫ গিগাবাইট








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।