বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কার্যকর উদ্যোগ চাই
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের শ্রমমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এমনকি কম শ্রমমূল্যের বাজার হিসেবে খ্যাত চীন ও ভিয়েতনামেও। কম শ্রমমূল্যের কারণে চীন ও ভিয়েতনামের মতো দেশে রাতারাতি বিভিন্ন দেশ ব্যাপকভাবে বিনিয়োগ করতে থাকে। অবশ্য শুধু শ্রমমূল্য কম সে কারণেই এসব দেশে বিনিয়োগ হয়নি। বরং বলা যায় এসব দেশের সরকারের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির কারণেই এমন অবস্থা সৃষ্টি হয়েছে। সরকারপ্রধানেরা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সব ধরনের সাহায্য-সহযোগিতা দিয়েছেন।
সময়ের বিবর্তনের ধারায় এসব দেশে শ্রমমূল্য ক্রমেই বেড়ে চলেছে। তাই বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের জন্য খুঁজছে ভিন্ন কোনো দেশ। সুতরাং এমন সুযোগ আমরা এখন সহজেই নিতে পারি। কেননা, আমাদের দেশে যেমন রয়েছে প্রচুর মেধাবী বেকার যুবক, তেমনি রয়েছে অনেক সস্তার শ্রমমূল্য। তবে সস্তার শ্রমমূল্যই শুধু বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে না, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাই সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সহযোগী মনোভাব, প্রয়োজনীয় পরিবেশ ও অবকাঠামো। কিন্তু দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে এগুলোর হয়তো কোনোটিই নেই। রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা আর কমিশনভোগী। এ অবস্থার পরিবর্তন চাই, যাতে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে উৎসাহী হয়। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম।
০ টি মন্তব্য