১২c ওরাকল রিকভারি ম্যানেজার (আরম্যান)
১২c রিকভারি ম্যানেজার (আরম্যান) ডাটাবেজ ব্যাকআপ এবং রিকভারি অপারেশন সম্পন্ন করার জন্য ব্যবহার হয়। সিডিবি এবং পিডিবি ডাটাবেজ ব্যাকআপ নেয়ার জন্য আরম্যান ব্যবহার করা যায়। আরম্যান ব্যবহার করে ১২প ডাটাবেজ ব্যাকআপ নেয়ার বিভিন্ন পদ্ধতি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ১২প আরম্যান টুলসে কানেক্ট করার জন্য কমান্ড প্রম্পট হতে নিচের কমান্ড ব্যবহার করতে হবে।
সম্পূর্ণ ডাটাবেজ ব্যাকআপ নেয়া
আরম্যান ব্যবহার করে সম্পূর্ণ ১২c ডাটাবেজকে ব্যাকআপ নেয়া যায়। যেমন
Backup database;
আর্কাইভ লগসহ সম্পূর্ণ ডাটাবেজ ব্যাকআপ নেয়া
ডাটাবেজ ব্যাকআপ নেয়ার সময় একই সাথে আর্কাইভ লগও ব্যাকআপ নেয়া যায়। আর্কাইভ লগসহ সম্পূর্ণ ডাটাবেজ ব্যাকআপ নেয়ার জন্য নিচের কমান্ড এক্সিকিউট করতে হবে।
Backup database plus archivelog;
প্লাগেবল ডাটাবেজ ব্যাকআপ নেয়া
শুধুমাত্র প্লাগেবল ডাটাবেজকে ব্যাকআপ নেয়া যায়। প্লাগেবল ডাটাবেজকে ব্যাকআপ নেয়ার জন্য নিচের কমান্ড এক্সিকিউট করতে হবে।
Backup pluggable database pdb2;
আর্কাইভ লগসহ প্লাগেবল ডাটাবেজ ব্যাকআপ নেয়া
প্লাগেবল ডাটাবেজকে ব্যাকআপ নেয়ার সময় আর্কাইভ লগ ফাইলসমূহকেও ব্যাকআপ নেয়া যায়। আর্কাইভ লগসহ প্লাগেবল ডাটাবেজ ব্যাকআপ নেয়ার জন্য নিচের কমান্ড এক্সিকিউট করতে হবে।
Backup pluggable database pdb3 plus archivelog;
কন্টেইনার ডাটাবেজ ব্যাকআপ নেয়া
কন্টেইনার বা রুট ডাটাবেজকে ব্যাকআপ নেয়া যায়। কন্টেইনার ডাটাবেজকে ব্যাকআপ নেয়ার জন্য নিচের কমান্ড এক্সিকিউট করতে হবে।
Backup database root;
টেবিলস্পেসকে ব্যাকআপ নেয়া
নির্দিষ্ট টেবিলস্পেসকে ব্যাকআপ নেয়ার জন্য নিচের মতো কমান্ড এক্সিকিউট করতে হবে।
Backup tablespace users_data;
০ টি মন্তব্য