https://gocon.live/

হার্ডওয়্যার

মোবাইল ফোন পড়ে শোনাবে এসএমএস

মোবাইল ফোন পড়ে শোনাবে এসএমএস মোবাইল ফোন পড়ে শোনাবে এসএমএস
 

মোবাইল ফোন পড়ে শোনাবে এসএমএস


আমরা জানি, মোবাইলে এসএমএস হলো লিখিত টেক্সট মেসেজ, যা পড়ে বুঝতে হয়। কিন্তু যাদের অক্ষর জ্ঞান নেই তাদের জন্য দুর্বোধ্য মনে হবে তা, এটাই স্বাভাবিক। এ ধরনের ব্যবহারের জন্য সম্প্রতি মোবাইল কোম্পানিগুলো টেক্সট এসএমএসকে শব্দে রূপামত্মর করে সার্ভিস দিতে শুরু করেছে। এ সার্ভিস ছাড়াও মোবাইল কোম্পানিগুলো কল রেকর্ড করার সুবিধা দিতে শুরু করেছে। ফলে কল রেকর্ড করা যাবে এখন মোবাইল ফোনে। মোবাইলে চাঁদাবাজি, ভয়ভীতি প্রতিনিয়ত সামাজিক ও পারিবারিক জীবন অশান্ত করে তুলছে। এসবের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য চাই প্রমাণ। এ ধরনের অভিযোগের প্রমাণ এত দিন সহজ না হলেও ইদানীং তা অনেক সহজ হয়েছে, মোবাইল সেটের কল রেকর্ডের সুবিধার কারণে। অবশ্য মোবাইল ফোনের কল রেকর্ড করার জন্য রয়েছে বেশ কিছু সফটওয়্যার। এমন দুটি সফটওয়্যার সেটিং নিয়ে আলোচনা করা হলো।


এসএমএস রিডার


মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল করার পর মেইন মেনুতে গিয়ে এসএমএস রিডার সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু করার জন্য নিচের সেটিংগুলো সম্পন্ন করতে হবে।


১. মেসেজ লিসেনিং :


এই অপশনের মাধ্যমে এসএমএস রিডার on/off শুনতে ও বন্ধ করতে পারবেন।


২. সেটিং :


সেটিং অপশনটি ওপেন করলে নতুন যে অপশনগুলো আসবে তা হলো- Activate on Startup : আপনি যদি মেসেজ পড়ার আগে শুনতে চান, তাহলে on করবেন, আর মেসেজ যদি আগে পড়তে চান তাহলে off করবেন। Instruction Voice & Reading Voice : এতে রয়েছে বিভিন্ন ধরনের ভয়েজ। যেমন : Paul, Betty, Kit, Harry ও আরো অনেক ধরনের ভয়েজ। যেকোনো পছন্দের ভয়েজ সিলেক্ট করে ওকে করুন। Speed : এসএমএস স্বাভাবিক গতিতে নাকি দ্রুতগতিতে শুনতে চান, তা এ অপশনে সিলেক্ট করতে হবে।


৩. আনরিড এসএমএস :


যে এসএমএসগুলো এখনো শুনেননি, তা প্রদর্শন করবে।


স্মার্ট রেকর্ডার


প্রিয় মানুষের প্রিয় কথাটি ছাড়াও জরুরি অনেক কিছু স্মৃতিতে রাখার জন্য রেকর্ড করা প্রয়োজন হয়। এসব প্রয়োজনের কথা ভেবেই মোবাইলে ব্যবহার উপযোগী স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটির উদ্ভাবন।


মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল করার পর মেইন মেনুতে গিয়ে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি সিলেক্ট করুন। ওপেন হওয়ার পর বেশ কিছু অপশন সেটিংয়ের কাজ সম্পন্ন করলে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। নিচে বিভিন্ন অপশন কিভাবে সেটিং করবেন, তা আলোচনা করা হলো :


সেটিংস : সেটিংস অপশনের মাধ্যমে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু করতে হবে।


১. অ্যাক্টিভেট :


এই অপশনের মাধ্যমে স্মার্ট রেকর্ডার on/off করতে হবে।


২. সাউন্ড ফোল্ডার :


কল রেকর্ড করা ফাইলগুলো কোথায় সেভ করতে চান, তা এই অপশনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। এই কল রেকর্ড আপনি মোবাইল ফোন মেমরি অথবা মেমরি কার্ডে সেভ করতে পারবেন।


৩. রেকর্ড ফরমেট :


এই অপশনের মাধ্যমে তিনটি ফরমেট কল রেকর্ড করতে পারবেন। যেমন : wma, amr ও wav ফরমেট ইত্যাদি সব ধরনের ইনকামিং/আউটগোয়িং কলের কথা রেকর্ড করতে পারবেন।


৪. ম্যাক্স রেকর্ড টাইম :


এই অপশনের মাধ্যমে আপনি কত সময় কল রেকর্ড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। দুটি পদ্ধতিতে কল রেকর্ড করা যাবে- একটি আনলিমিটেড এবং অন্যটি কাস্টম। আপনি যত সময় ধরে কল রেকর্ড করতে চান, তা সিলেক্ট করতে হবে কাস্টমে। যেমন : ১০ মিনিট, ২০ মিনিট, ১ ঘণ্টা। আনলিমিটেডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে আপনার মোবাইলের মেমরি সাইজের ওপর ব্যাপারটি নির্ভর করবে।


৫. ভলিউম :


Loud/Quiet-এর যেকোনো অপশনের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে-কল করা ফাইলগুলো আপনি কিভাবে শুনতে চান।


রুলস :


রুলস ওপেন করলে Unknown Phone এবং Defualt দুটি অপশন দেখতে পাবেন। যার মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের কল রেকর্ড করতে চান। Incoming/Outgoing / Ask before record তিনটি অপশন আছে। ইনকামিং অপশন সিলেক্ট করলে শুধু Incoming কল রেকর্ড করা যাবে। আউটগোয়িং অপশন সিলেক্ট করলে শুধু Outgoing কল রেকর্ড করা যাবে। Ask before record অপশন সিলেক্ট করলে কলটি রেকর্ড হওয়ার জন্য আপনার অনুমতি চাইবে। Ask before record অপশন সিলেক্ট না করলে কলটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। তবে কলটির ধরন কি হবে তা Incoming / Outgoing অপশনটি সিলেক্ট করার ওপর নির্ভর করে।


নির্দিষ্ট কিছু নম্বর নিচের অপশনের মাধ্যমে রেকর্ড করতে পারবেন।


1. Add Contact

2. Add Group

3. Add phone number


ভিউ : রেকর্ড করা ফাইলগুলো সফটওয়্যারের মেইন মেনুতে দেখতে এবং শুনতে পারবেন।

ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://tagtag.com/nehad-aiub।


প্লাটফর্ম


নোকিয়া : 3230, 3250, 3600, 3620, 3650, 3660, 6260, 6600, 6620, 6630, 6670, 6680, 6681, 6682, 7610, 7650, N70, N70-1, N72, N91, 5070, 5200, 6060, 6060v, 6061, 6070, 6080, 6085, 6086, 6101, 6102, 6102i, 6103, 6111, 6125, 6151, 6155, 6165, 6165i, 6170, 6255, 6255i, 6650, 6651, 7270, 7360, 7600।


এলজি : B2000, B2050, B2070, B2100, B2150 ,U8210, U8290, U8330, U8500।


অ্যালকাটেল : One Touch 557।


আসুস : P525।


ব্ল্যাকবেরি : 8300, 8310, 8320, 8700, 8703e, 8707, 8800, 8820, 8830।


আই-মেট : i-mate Smartphone2, i-mate SP Jas।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।