https://gocon.live/

ট্রিপস এন্ড ট্রিকস

ছবিকে শৈল্পিক করে তুলুন

ছবিকে শৈল্পিক করে তুলুন ছবিকে শৈল্পিক করে তুলুন
 

ছবিকে শৈল্পিক করে তুলুন


নতুনের মাঝেই পুরনোর অস্তিত্ব৷ তাই হয়তো পুরনোর হাত ধরে নতুনের দিকে ধাবিত হচ্ছে বর্তমান ফ্যাশন সচেতন প্রজন্ম৷ পোশাক পরিধান থেকে শুরু করে অলঙ্কারেও এসেছে পুরনো দিনের ধাঁচ৷ এখনকার অনেক মডেল ছবি তুলছেন আশির দশকের মডেলদের অনুকরণে৷ সেই সময়ের মডেল ববিতা, সুচন্দাদের মতো সাজে সাদাকালো ছবি তুলে তার বিশেষ কিছু অংশ রঙিন রাখছেন, যা অনেক শৈল্পিক মানসম্পন্ন হয়ে উঠছে৷ আপনিও নিজের রঙিন ছবিটিকে এভাবে শৈল্পিক করে তুলতে পারেন৷ এ কাজটি কতো সহজে করা যায় তা দেখানো হয়েছে এ লেখায়৷ গত পর্বে সাদাকালোছবি রঙিন করুন শিরোনামে লেখা প্রকাশিত হবার পর অসংখ্য মেইলে অনুরোধ এসেছে এ ব্যাপারে লেখার জন্য৷ তাই এই সংখ্যায় একটি পোট্রেট ছবিকে কি করে শৈল্পিকভাবে সাদাকালো ও রঙিন করা যায়, তা পাঠকদের উদ্দেশে উপস্থাপন করা হয়েছে৷ ইদানীংকার ডিজিটাল ক্যামেরায় অসংখ্য সুযোগ-সুবিধা থাকায় অনেকেই কমবেশি ডিজিটাল ফটোগ্রাফি চর্চা করে থাকেন৷ প্রিয় মানুষদের ঝকঝকে ছবি তুলে তা পিসির মনিটরে দেখতে পান৷ কিন্তু ছবিটি থাকে সাদামাটা আর দশটা ছবির মতো৷ একে যদি এক্সক্লুসিভ করে তুলতে চান, তাহলে আপনার ছবিটির কিছু এডিট করা প্রয়োজন৷ ছবিটির মাঝে শৈল্পিক রূপ দিতে হলে সাদাকালো এবং রঙিনের সংমিশ্রণ করে দেখতে পারেন৷ যার প্রক্রিয়া আজ আপনাদের দেখানো হবে৷


ছবিটি ক্যামেরায় তোলার সময় মেগা পিক্সেল বাড়িয়ে অর্থাৎ একটু বেশি রেজ্যুলেশনের ছবি তুললে তা এডিট করার জন্য সুবিধাজনক হবে৷ যার ডিজিটাল ক্যামেরা নেই, তারাও ইচ্ছে করলে তার তোলা ছবিটি স্ক্যান করে কমপিউটারে নিয়ে কাজ করতে পারেন৷ স্ক্যান করা ছবিটি যেন একটু বেশি ডিপিআইয়ের হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে৷ ছবিটি বাঁকা থাকলে স্ক্যানার সফটওয়্যার বা কোনো ইমেজ এডিটর দিয়ে সোজা করে নিন৷


ছবিটিকে আপনি অ্যাডোবি ফটোশপে ওপেন করে নিন৷ ছবিতে যদি অবাঞ্ছিত দাগ ছোপ থেকে থাকে, তবে তা ফটোশপের মাধ্যমে দূর করে নিন৷ ক্লোন বা হিলিং টুল ব্যবহার করে দাগ ছোপ থেকে ছবিটিকে মুক্ত করে নিন৷ ছবিটি উজ্জ্বল করে তুলতে এর কন্ট্রাস্ট বাড়িয়ে দিন৷ একটি ছবি কালার কম্বিনেশনে কন্ট্রাস্ট অনেক বেশি অবদান রাখতে পারে৷ এক্ষেত্রে অটো কন্ট্রাস্টের সাহায্য নিতে পারেন৷ অটো কন্ট্রাস্টে যেতে হলে Image->Adjustments->Auto Contrast -এ ক্লিক করুন৷ তবে নিজেই কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করতে চাইলে Brightness/Contrast -এ ক্লিক করুন৷ এবার চাহিদামতো ছবিটির কালার কন্ট্রাস্ট বাড়িয়ে নিন৷


এবার কাজে আসার পালা৷ ডিজিটাল ছবিটি আরজিবি মোডে আছে কি না নিশ্চিত করে নিন৷ এক্ষেত্রে মনে রাখবেন, সিএমওয়াইকে মোডে রাখলে ছবিটি এডিট করা সম্ভব হবে না, তাই আরজিবি মোডে নেয়াটা জরুরি৷ ছবিটির কন্ট্রাস্ট সঠিকভাবে নিয়ন্ত্রণের পর ছবিটির লেয়ারটিকে কপি করুন৷ অর্থাৎ একই ছবির ওপর আরেকটি লেয়ার সংযোজন করুন৷ আপনার লেয়ার প্যালেটে লক্ষ করুন একই ছবির দুটি লেয়ার তৈরি হয়ে গেছে৷ এবার নতুন লেয়ারটিকে সিলেক্ট করে লেয়ারটিকে Desaturate করুন৷ Desaturate করতে Image->Adjustments-> Desaturate -এ ক্লিক করুন৷ দেখবেন ছবিটি পুরোপুরি সাদাকালো হয়ে গেছে৷ আপনি যদি ছবিটিকে একেবারে সাদাকালো না করতে চান তবে Image->Adjustments->Hue/ Saturation -এ ক্লিক করুন৷ চিত্র-০১-এর মতো একটি বক্স আসবে৷


এখানে Saturation বারটাকে কমিয়ে আপনার কাঙিক্ষত রংটিতে নিতে পারেন৷ অথবা একেবারে -100 করে দিলে তা Desaturate হয়ে যাবে৷ এবার Desaturated লেয়ারটিতে একটি লেয়ার মাস্ক সংযোজন করুন৷ এটি করতে Layers tab থেকে Layer Mask->Reval All -এ ক্লিক করুন৷ এবার আপনি ব্রাশ টুলটি সিলেক্ট করুন৷ মনে রাখবেন ব্রাশটির কালার যেন কালো হয় অর্থাৎ কালার পিক পয়েন্টারে ব্লাক কালার সিলেক্ট করে নিন এবং ব্রাশটি ব্যবহারের সময় খেয়াল রাখবেন ব্রাশটি যেন সফট হয়৷ ব্রাশের সাইজ ছবিটির সূক্ষ্মতার ওপর নির্ভর করবে৷ যে জায়গাগুলোতে ত্বকের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশেছে যেমন গয়না বা খোঁপার ফুল রঙিন করার সময় সতর্ক থাকবেন যেন ব্যাকগ্রাউন্ডে কালার টাচ না আসে৷ গয়নাগুলো রঙিন করার সময় সতর্ক থাকবেন৷ যেন আশপাশের বস্তু রঙিন না হয়ে যায়৷ আপনি যে যে অংশ রঙিন করছেন লেয়ার প্যালেটে লক্ষ করুন তার একটি অবয়ব তৈরি হচ্ছে (চিত্র-০২)৷


জুম ইন করে নিয়ে সূক্ষ্মভাবে ছবিটির যে যে অংশ রঙিন করতে চান তার ওপর বুলান৷ সাধারণত মেয়েদের গয়না, টিপ, শাড়ি, খোঁপার ফুল, ঠোঁট কালার করলে ছবিটি প্রাণবন্ত হয়ে ওঠে৷ আর ঠোঁট বা গয়নায় ব্রাশ চালানোর সময় খেয়াল রাখবেন যেন গায়ের সাথের অংশে সূক্ষ্মভাবে হয়৷ কৃত্রিম যেন মনে না হয় ছবিটিকে৷ প্রতিটি অংশে খুব যত্নসহকারে ব্রাশটি বুলান৷ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, ছবিটির রঙিনের মধ্যে যেন সামঞ্জস্য থাকে৷ যেমন আপনি যদি কোনো একটি গয়না রঙিন করেন, তাহলে অন্য গয়না রঙিন না করলে দেখতে খারাপ দেখাবে৷ গ্রাফিক্সের কাজ মানেই ধৈর্যশক্তির পরীক্ষা৷ তাই এসব কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে করাটা জরুরি৷ আপনার হয়তো প্রথম কাজটিতে সময় লাগবে কিন্তু পরের কাজগুলো করতে বেশ বেগ পেতে হবে না৷ ইতোমধ্যে নিশ্চয়ই আপনার ছবিটিকে একটি সুন্দর আর্টিস্টিক লুক দিয়েছেন, যা হয়তো চিত্র-০৩-এর মতো দেখাবে৷


এখানে সাদাকালো প্রিন্টের কারণে ছবিটিকে বুঝতে পারছেন না৷ আপনারা এটি কমপিউটার জগৎ-এর ওয়েব অ্যাড্রেসে দেখে নিতে পারেন৷


পুরোপুরি কাজটি শেষ করতে বেশি সময় লাগবে না৷ দেখলেন তো, কিভাবে এত সহজে আপনার প্রিয় মানুষটির ছবিটিকে আর্টিস্টিক করে তুলতে পারলেন৷ এবার ছবিটিকে যেকোনো ফটো প্রিন্টারে বা কালার ল্যাব থেকে প্রিন্ট করে প্রিয়জনকে উপহার দিয়ে চমকে দিন৷ আগামী সংখ্যায় মোশন ব্লার সম্বন্ধে আলোচনা করা হবে৷ আজকাল ফটোগ্রাফির অনেক কিছুই ক্যামেরার মাধ্যমে না করে কমপিউটারে তা করা যাচ্ছে সহজেই৷ তার একটি হলো প্যানিং শট৷ অনেক ছবিতে দেখা যায়, চলমান বস্তুটি স্থির রয়েছে কিন্তু আশপাশের দৃশ্য যা স্থির তা চলমান বস্তুর মতো ঘোলা এসেছে৷ এরকম আরো কিছু ব্লার ইফেক্ট নিয়ে আগামী সংখ্যায় বিশদভাবে আলোচনা করা হবে৷








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।