https://powerinai.com/

ট্রিকস এন্ড ট্রিপস

কমপিউটারে সাউন্ড আসছেনা? এইভাবে সমাধানের চেষ্টা করুণ

কমপিউটারে সাউন্ড  আসছেনা? এইভাবে সমাধানের চেষ্টা করুণ কমপিউটারে সাউন্ড আসছেনা? এইভাবে সমাধানের চেষ্টা করুণ
 

কমপিউটারে সাউন্ড  আসছেনা? এইভাবে সমাধানের চেষ্টা করুণ


আপনার উইন্ডোজ কমপিউটারে অডিও কাজ করছেনা? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে জানবেন কমপিউটারে সাউন্ড না এলে তার সমাধান সম্পর্কে। এই পোস্টে উল্লেখিত উপায়গুলো উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ চালিত ডিভাইসে বেশ সহজে কাজ করবে। এছাড়া উইন্ডোজ ৭ চালিত কমপিউটারে ও অধিকাংশ সমাধান কাজ করবে বলে আশা করা যায়।


কমপিউটারে সাউন্ড আসছেনা কেন?


যেসব কারণে উইন্ডোজ কমপিউটারে সাউন্ড কাজ না করতে পারে, সেগুলো হলোঃ


  • অডিও জ্যাক ল্যুজ বা ভেঙ্গে গেলে
  • সিস্টেম আপডেটেড না থাকলে 
  • অডিও ড্রাইভার আউটডেটেড হলে
  • সিস্টেম সেটিংসে কোনো গড়বর হলে 
  • অডিও সার্ভিস কাজ না করলে
  • মাইক্রোফোন বা স্পিকারে সমস্যা থাকলে
  • কমপিউটারের অডিও কম্পোনেন্ট ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হলে
  • অন্য কোনো হার্ডওয়্যার বা সিস্টেম সম্পর্কিত কারণে 
  • কমপিউটারে অডিও কাজ না করলে সমাধান

কমপিউটারে অডিও কেনো কাজ না করতে পারে তা তো জানলেন। এবার জানি চলুন কমপিউটারে অডিও কাজ না করলে তার সমাধান সম্পর্কে। 


অডিও কানেকশন চেক করুন


কোনো ধরনের বড়সড় পরিবর্তন করার আগে প্রথমে চেক করুন আপনার অডিও আউটপুট ডিভাইস মানে হেডফোন বা স্পিকার ঠিকভাবে কাজ করছে কিনা। হেডফোন বা স্পিকার এর জ্যাক ঠিক আছে কিনা ও কোনোভাবে ড্যামেজ হয়েছে কিনা তা চেক করুন। সম্ভব হলে অন্য ডিভাইসে কানেক্ট করে দেখুন উক্ত অডিও ডিভাইস ঠিক আছে কিনা।


আপডেট চেক করুন


আপনার কমপিউটার যদি উইন্ডোজ এর পুরোনো ভার্সনে চলে কিংবা ফার্মওয়্যার বেশ পুরোনো হয়, তবে হঠাৎ কোনো সফটওয়্যার জনিত পরিবর্তনের ফলে কমপিউটারের অডিও কাজ নাও করতে পারে। কমপিউটারের সেটিংস থেকে Update & Security মেন্যুতে প্রবেশ করে Windows Update সেকশনে পেন্ডিং আপডেট দেখতে পাবেন। আপডেট ডিটেইলস পড়ে দেখুন সেখানে অডিও সম্পর্কিত কোনো বাগ ফিক্স এসেছে কিনা।


সিস্টেম রিস্টার্ট করুন


কমপিউটারের অনেক ছোটখাট সমস্যা সাধারণ রিস্টার্ট এর মাধ্যমে সমাধান হয়ে যায়। সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে তবে অডিও কাজ না করা স্বাভাবিক, তাই অডিও বা অন্য যেকোনো সমস্যার ক্ষেত্রে কমপিউটার রিস্টার্ট করে দেখা উত্তম। যদিও এটা শুনতে হাস্যকর শোনায়, তবে ডিভাইস রিস্টার্ট করে অনেক সময় ভাল ফল পাওয়া যায়।


উইন্ডোজ অডিও সার্ভিস রিস্টার্ট করুন


উইন্ডোজে একটি ডেডিকেটেড অডিও সার্ভিস কম্পোনেন্ট রয়েছে যা সব ধরনের সিস্টেম সাউন্ড প্লে করে। এই অডিও সার্ভিস রিস্টার্ট করলে অনেক সময় অডিও সমস্যার সমাধান করা যায়। উইন্ডোজ কি ও R প্রেস করে Run ওপেন করুন ও msc কমান্ড লিখুন। এরপর Services উইন্ডো থেকে Windows Audio Service ফিচারে রাইট ক্লিক করে Restart করুন। উইন্ডোজ অডিও সার্ভিস সম্পর্কিত কোনো সমস্যা তা থাকলে তা ঠিক হয়ে যাব ও অডিও কাজ করা শুরু করবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।