https://powerinai.com/

ট্রিকস এন্ড ট্রিপস

ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায় ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়
 

ফেসবুকে ভিডিও অটোমেটিক প্লে হওয়ার বিষয়টি কেউ কেউ হয়ত পছন্দ করেন, তবে অনেকে আবার এটা বন্ধও করতে চান। ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের পর ভিডিও অনাকাঙ্ক্ষিতভাবে চালু হয়ে গেলে ইন্টারনেট প্যাকের সীমাবদ্ধতা থাকলে বাড়তি ইন্টারনেটও খরচ হয়।


তবে এই ভিডিও অটো প্লে হওয়া কিন্তু একটি ফিচার মাত্র যা চাইলেই বন্ধ করতে পারবেন। ফেসবুক অ্যাপে ভিডিও অটো-প্লে সহজেই বন্ধ করতে পারেন যেকোনো ব্যবহারকারী। যদিওবা ভিডিও অটো-প্লে হওয়ার এই ফিচারটি ডিফল্টভাবে চালু থাকে, তবে ব্যবহারকারীগণ এই ফিচার বন্ধ রাখতে পারবেন।


আমাদের পোস্টে জানবেন ফেসবুকে কিভাবে ভিডিও অটো-প্লে বন্ধ করবেন। ভিডিও অটো-প্লে আপনার কাছে বিরক্তিকর মনে হোক বা ডাটা সেভ করার জন্যই হোক, যেকোনো ক্ষেত্রেই ফেসবুকে ভিডিও অটো-প্লে হওয়ার ফিচারটি বন্ধ রাখতে পারবেন।


ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়


চলুন জেনে নেওয়া যাক ব্রাউজার, ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিভাবে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করবেন

ওয়েবসাইট


যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন

ডানদিকের টপ কর্নারে থাকা নিজের প্রোফাইল ইমেজের উপর ক্লিক করুন

প্রথমে Settings & Privacy, এরপর Settings সিলেক্ট করুন

বামদিকে থাকা Videos অপশন সিলেক্ট করুন

এবার ভিডিও অটো-প্লে বন্ধ করতে Auto-Play Videos এর পাশে থাকা অপশন Off করে দিন


একইভাবে ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপেও ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।