গত বৃহস্পতিবার থেকে দেশে মোশন ভিউ আউটলেট ও অনলাইনে চারটি পণ্য বিক্রি শুরু হয়েছে। চারটি নতুন ডিভাইসের মধ্যে তিনটি স্মার্টওয়াচ এবং একটি ইয়ারবাডস। এগুলো হল Emiki SE1 স্মার্টওয়াচ, Emiki SF1E, Emiki SF1 এবং Emiki MT1 TWS টিডাব্লিউএস।
Emiki SE1 স্মার্টওয়াচে রয়েছে একটি ২.০২-ইঞ্চি চারকোণাকৃতির কার্ভড TFT ডিসপ্লে।
ডিসপ্লে রেজোলিউশন ৩২০*৩৮৫ পিক্সেল। যেহেতু ব্রাইটনেস বেশি তাই সূর্যের নিচেও স্ক্রিন দেখতে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। স্মার্টওয়াচটির পুরো বডিই মেটাল দিয়ে তৈরি। সাইডে রয়েছে একটি ছোট বাটন। এর উচ্চ-মানের সেন্সর ব্লুটুথ সংযোগের মাধ্যমে কল, রিসিভ, হার্ট রেট, ব্যায়াম, রক্তের অক্সিজেন এবং ঘুমের পরিমাণ সহ বিভিন্ন কার্যকলাপ দেখতে পারে। এছাড়াও ১০০ টিরও বেশি স্পোর্টস মোড, শত শত ঘড়ির ওয়াচফেইস রয়েছে। ফলস্বরূপ, আপনি আপনার নিজের ছবি বা ঘড়ির ওয়াচফেইসে যে কোনও ছবি সেট করতে পারেন। এবং সম্পূর্ণরূপে চার্জ করা হলে, ব্যাটারি লাইফ ১০ দিন পর্যন্ত লাইফ থাকবে।
Emiki SE1 স্মার্টওয়াচে বাংলাও সাপোর্ট করবে। এবং পানি থেকে রক্ষা করার জন্য IP67 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করা এই স্মার্টওয়াচটিতে আরও রয়েছে ফ্ল্যাশলাইট, ফাইন্ড ফোন, রিমোট ক্যামেরার মতো ফিচার। স্মার্টওয়াচটি ৬ মাসের ওয়ারেন্টি সহ আসেছে। দাম ধরা হয়েছে মাত্র ৩১৯৯ টাকা।
Emiki SF1E স্মার্টওয়াচে রয়েছে ২.০১ ইঞ্চি চারকোণাকৃতি সুপার রেটিনা অ্যামোলেড ডিসপ্লে; ডিসপ্লে রেজ্যুলেশন ৪১০*৫০২ পিক্সেল। ১০০০ নিটস থাকায় সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যায় ডিসপ্লেটি। একটি বাটন ও একটি ক্রাউন রয়েছে ডিভাইসটিতে। উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল করা, কল রিসিভ করা, প্রতিদিনের অ্যাক্টিভিটি, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে।
পাশাপাশি রয়েছে নারীদের স্বাস্থ্যগত বিভিন্ন ফিচার। ১০০টির বেশি স্পোর্টস মোডের ডিভাইসে সেট করা যাবে শতাধিক ওয়াচফেইস। Emiki SF1E স্মার্টওয়াচের ওজন ২২ মিমি সিলিকন স্ট্র্যাপ সহ মাত্র ৪১ গ্রাম। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্টপওয়াচ, টাইমার, ফ্ল্যাশলাইট, ফাইন্ড ফোন, রিমোট ক্যামেরা, ক্যালকুলেটর। এক বছরের ওয়ারেন্টি সহ IP68 গ্রেডের ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচের দাম মাত্র ৪৭৯৯ টাকা।
Emiki SF1 স্মার্টওয়াচেরও Emiki SF1E ঘড়ির মতো রয়েছে একই ফিচার। তবে এই ঘড়ির মডেলে আরও ফিচার পাওয়া যাবে। Emiki SF1 স্মার্টওয়াচ এক বছরের ওয়ারেন্টি সহ আসে। আর দাম মাত্র ৫১৯৯ টাকা।
Emiki MT1TWS 13mm মিলিমিটারের ডাইনামিক ড্রাইভারের ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি ব্যবহার করায় ১০ মিটার দূর পর্যন্ত এটির সংযোগ পাওয়া যাবে। কেইসে ৩০০ এমএএইচ ব্যাটারি সি টাইপ চার্জিং পোর্টে কেইসটি একবার ফুল চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়। কেইস থেকে ইয়ারফোন চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা। আর একবার ইয়ারফোন চার্জে টানা ৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। ইয়ারফোনটিতে রয়েছে ৩ মাসের ওয়ারেন্টি। দাম মাত্র ১৯৯৯ টাকা।








০ টি মন্তব্য