ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকতে হয়। আবার প্রয়োজন শেষে গ্রুপ থেকে বের হওয়ার দরকারও হয়। গ্রুপ ছেড়ে যাওয়ার পর চ্যাট মেসেজ আর দেখা যাবে না। আপনার যদি পরে কোনো মেসেজ পরে দেখার দরকার হলে মেসেঞ্জারে "আর্কাইভ করা" চ্যাট নামে ফিচার রয়েছে৷ ফিচারটি সক্রিয় করতে, মেসেঞ্জারে গ্রুপে ওপরে ক্লিক করুন এবং শুরুতে "আর্কাইভ" অপশন আসবে।
সেখানে ক্লিক করলেই গ্রুপের মেসেজ আর্কাইভে সংরক্ষিত হবে। এভাবে গ্রুপ ছাড়ার আগে সব মেসেজ পড়া যাবে। ডিলিট করে দেওয়া যায় আর্কাইভ থেকে পুরোনো মেসেজ। আবার কোনো কনভার্সনকে গোপন (হাইড) করার জন্য আর্কাইভে সংরক্ষণ করা যায়। এটি পরে আর্কাইভ থেকে ফিরিয়ে আনাও সম্ভব।
০ টি মন্তব্য