ইউটিউবে ছোট আকারের ভিডিওগুলি তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণদের মধ্যেখুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। অনেকে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে অর্থ উপার্জন করছে। এবার ইউটিউবের ছোট ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য "প্রশ্ন ও উত্তর স্টিকার" ফিচার চালু করা হয়েছে। ইউটিউব বর্তমানে ব্যবহারকারীদের সাথে এই সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে।
কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা নিজেদের শর্টস ভিডিওতে বিভিন্ন প্রশ্নযুক্ত স্টিকার যুক্ত করতে পারবেন। ভিডিও দর্শকরাও প্রশ্নের উত্তর দিতে পারেন। ফলে নিজেদের তৈরি শর্টস ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত সহজে জানা যাবে। প্রাথমিকভাবে,সুবিধাটি শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
ইউটিউবের মতে, ভিডিও নির্মাতা এবং দর্শকদের মধ্যে সহজ যোগাযোগের জন্য সুযোগ দিতে কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধার পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই স্টিকারের মাধ্যমে, শর্টস ভিডিওটির নির্মাতা ভিডিওটির দর্শককে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। কমেন্ট অপশনের মাধ্যমেও দর্শকরা তাদের মতামত জানাতে পারবে। ভিডিওটির অন্যান্য দর্শকরা এই মন্তব্যগুলি দেখতে পারবে।
ইউটিউব সম্প্রতি শর্টস ব্যবহারকারীদের জন্য "কোলাব" নামে একটি নতুন সুবিধা চালু করেছে। প্রাথমিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা সুবিধাটি শর্টস ভিডিওর একটি অংশে আসল ভিডিও এবং অন্যটিতে সেই ভিডিওটির প্রতিক্রিয়া প্রদর্শন করতে ব্যবহার করা যেতে পারে। তাই দর্শকরা একই ভিডিওর মধ্যে থাকা দুটি পর্দায় আলাদা ভিডিও দেখতে পারেন।








০ টি মন্তব্য