গুগল ক্রোমের ডেস্কটপ সংস্করণে টেক্সট-টু-স্পিচ পরীক্ষা করছে। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ। ক্রোম এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য একটি খুব দরকারী ফিচার হবে, যদিও অনেকে পড়তে ইনস্টাপেপার ব্যবহার করেন।
ফিচারটি আপতভাবে পাওয়া যাবে ক্রোমের ব্লিডিং এজ সংস্করণ ক্রোম ক্যানরিতে। এই ফিচারটির সাহায্যে, ক্রোমের রিডিং মোডে লিখুন বা আর্টিকেলের একদম ওপরে থাকা প্লে বাটনে ক্লিক করলেই লেখাটি ক্রোম পড়া শুরু করে দেবে। আপনি এই বিষয়ে প্রচারিত ভিডিও থেকে দেখতে পাচ্ছেন, Google এর এখনও এই ফ্রন্টে অনেক কাজ বাকি আছে। এর ভয়েস রোবটিক। ক্রোমের এই ফিচারটি একটি লুকায়িত। এই ফিচারটির এনাবল করে নিতে হয়।
০ টি মন্তব্য