বন্ধু বা পরিচিতদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেকে ফেসবুকে গুরুত্বপূর্ণ তথ্যও আদান-প্রদান করেন।
এই ডেটা চুরি করার পাশাপাশি, হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেতে নিয়মিত সাইবার হামলা চালায়। তাই ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করতে হবে। আসুন ফেসবুকে দুই স্তরের সিকিউরিটি কীভাবে সক্রিয় করবেন তা দেখে নেওয়া যাক:
দুই স্তরের সিকিউরিটি ফিচার চালু করতে, প্রথমে ফেসবুক অ্যাপে লগ ইন করুন, তারপর উপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনে নির্বাচনের পর ‘মেটা অ্যাকাউন্ট সেন্টার’ এর নিচে থাকা ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’ এ ক্লিক করতে হবে। এখন, পরবর্তী পৃষ্ঠায়, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করুন, "টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ট্যাপের পর, একটি প্রোফাইল নির্বাচন করুন, আপনার ফেসবুকের পাসওয়ার্ড লিখে কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী পৃষ্ঠায়, টেক্সট মেসেজ অপশন নির্বাচন করে ফোন নম্বর লিখলেই, ফেসবুক আপনার ফোনে একটি কোড পাঠাবে। এই কোডটি প্রবেশ করালে ফেসবুকে দুটি স্তরের নিরাপত্তাসুবিধা চালু হয়ে যাবে। দুই স্তরের নিরাপত্তা চালু করে, যখনই কেউ অন্য ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাইবে তখন ফেসবুক আপনার ফোনে কোডযুক্ত বার্তা পাঠায়। এই কোড দিয়ে শুধুমাত্র ফেসবুকে অ্যাক্সেস করা যাবে।
ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা কীভাবে চালু করবেন

আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য