https://powerinai.com/

সাম্প্রতিক খবর

অনার প্যাড এক্স৭: ছোট আকারে বিশাল পাওয়ার

অনার প্যাড এক্স৭: ছোট আকারে বিশাল পাওয়ার অনার প্যাড এক্স৭: ছোট আকারে বিশাল পাওয়ার
 

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার প্যাড এক্স৭ উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে ব্যবহারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে এ ট্যাবলেট। অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ ১৪ আগস্ট থেকে দেশের সকল অনার ব্র্যান্ড শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু -তে পাওয়া যাবে। ট্যাবটির বাজারমূল্য ১২,৯৯৯ টাকা। প্রতিটি ট্যাবের থাকছে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার।

নিখুঁত ও পরিকল্পিত ডিজাইনে অনারের সক্ষমতার প্রমাণ ‘পকেট-সাইজড জায়ান্ট’ নামে পরিচিত পাওয়া এই অনার প্যাড এক্স৭। ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার ও শক্তিশালী পারফরমেন্স। এর ৭০২০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি টানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে এবং এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের কারণে ডিভাইসটি চার্জও হবে অনেক দ্রুত। ফলে, ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এর ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার ফলে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।  

কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের ভিজুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য প্যাড এক্স৭ -এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবটির ডিসপ্লে নেটফ্লিক্স এইচডি সার্টিফায়েড এবং ডিসপ্লেটি ১ কোটি ৬৭ লাখ রঙের কালার প্যালেটের উজ্জ্বল ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম। ব্যবহারকারীদের চোখের চাপ কমাতে এবং আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দিতে এতে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। ডিভাইসটির ওজন মাত্র ৩৬৫ গ্রাম হওয়ায় একে এক হাতেই সহজে ধরা যায়।

দ্রুত ও কার্যকর পারফরমেন্স নিশ্চিতে প্যাড এক্স৭ -এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং উন্নত ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। টেকসই হওয়ার দিক থেকেও এটি পরীক্ষিত; ডিভাইসটি ৪২টি কঠোর নির্ভরযোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটিতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে।

পাওয়ার, পোর্টেবিলিটি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি অনার প্যাড এক্স৭ হতে চলছে পেশাজীবী, শিক্ষার্থী এবং বিনোদনপ্রেমী, সকলের জন্য নির্ভরযোগ্য সঙ্গী। 

ট্যাবলেটটির উন্মোচন নিয়ে অনারের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নতুন অনার প্যাড এক্স৭ স্মার্ট ডিভাইসটি ব্যবহারকারী, বিশেষ করে শিক্ষার্থীদের, মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রাণবন্ত ডিসপ্লে কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সব প্রয়োজন পূরণ করবে। ডিভাইসটি ব্যবহারবান্ধব, স্লিম ও সহজে ব্যবহারযোগ্য। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স। আর এসব কিছুই থাকছে প্রতিযোগিতামূলক মূল্যে।”

অনার বাংলাদেশ

বৈশ্বিকভাবে স্মার্ট ডিভাইসের নেতৃস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান অনার। বিশ্বের অনুকরণীয় প্রযুক্তি ব্র্যান্ড হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান এর পণ্য ও সেবার মাধ্যমে সবার জন্য একটি নতুন ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরিতে প্রত্যাশী। গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) অবিচলভাবে মনোযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সবাইকে সর্বাধুনিক প্রযুক্তিতে সক্ষম এবং যেকোনো কিছু পাওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীন করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাশ্রয়ী বাজেটে মানসম্পন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ওয়্যারেবলের সমাহার রয়েছে তাদের। অনারের পোর্টফোলিওতে রয়েছে উদ্ভাবনী, প্রিমিয়াম ও নির্ভরযোগ্য পণ্য, যেন সবাই তার নিজের সবচেয়ে সেরাটি হয়ে উঠতে সক্ষম হয়। 

ফেসবুক: https://www.facebook.com/honormobilebd/  

ইউটিউব: https://www.youtube.com/@HonorBangladesh 

টিকটক: https://www.tiktok.com/@honor.bd 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।