মার্সিডিস বেঞ্জ সিএলএ ক্লাস ইলেকট্রিক গাড়ি উন্মোচন করেছে। রোববার মিউনিখে জার্মান ইন্টারন্যাশনাল মোটর শো-তে কনসেপ্ট কারটি উন্মোচন করা হয়। গাড়ির পুরো ড্যাশবোর্ডে সুপার স্ক্রিন থাকবে। এটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে।
গাড়িটির রেঞ্জ ৪০০ মাইল। মার্সিডিস বেঞ্জ এখনও মূল্য সম্পর্কে কোনো তথ্য দেয়নি।








০ টি মন্তব্য