গুগল ৪ অক্টোবর পিক্সেল ইভেন্টে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো উন্মোচন করবে। পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো তে ৬.৩২ ইঞ্চি ডিসপ্লে এবং৬.১৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। উভয় ফোনেই টেনসর জি৩ চিপ থাকতে পারে। পিক্সেল ৮ প্রোতে সনির এর ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স৭৮৭ সেন্সর থাকবে।
এটি ছাড়াও, আপনার ফোনে বডি টেম্পারেচার অ্যাপ থাকতে পারে।
০ টি মন্তব্য