অ্যাজিলিটি রোবোটিক্স রোবট তৈরির জন্য যুক্তরাষ্ট্রে একটি কারখানা খুলছে। তারা প্রতি বছর ডিজিট নামে ১০ হাজার হিউম্যানয়েড রোবট উৎপাদন করবে।৭০ হাজার স্কয়ার ফুটের ফ্যাক্টরিটি এই বছরের শেষ নাগাদ চালু হবে। রোবটটি কারখানায় মানুষের পাশাপাশি কাজ করবে।
২০২৪ সালে রোবট সরবরাহ করা শুরু করবে। ২০২৫ সালে সাধারণ বাজারে পাওয়া যাবে।








০ টি মন্তব্য