ভারতীয় প্রযুক্তি ব্র্যান্ড উইংস নভোবুক নামে তাদের প্রথম ল্যাপটপ সিরিজ উন্মোচন করেছে। সংশ্লিষ্টরা আশা করেন যে কোম্পানিটি সাশ্রয়ীমূল্য, সক্ষমতা ও স্টাইলের ভিত্তিতে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে সক্ষম হবে। নভোবুক সিরিজটি চারটি ভিন্ন মডেলের ল্যাপটপে লঞ্চ করেছে। ল্যাপটপগুলোয় ফুল এইচডি আইডিএস ডিসপ্লে রয়েছে।
এর মধ্যে, এস১, এস২ ও ভি১ মডেলে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। অন্যদিকে ১৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে প্রো মডেলটিতে। এন্ট্রি লেভেলের নুভোবুক এস১-এ ইন্টেলের কোর আই৩ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে দাম ৩৩৬ ডলার ৫১ সেন্ট। অন্যদিকে, নুভোবুক প্রো, একটি ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি রয়েছে দাম ৫৬৪ ডলার ৯৪ সেন্ট। এস২-এর দাম ৩৬০ ডলার ৫৫ সেন্ট, ভি১ ৪২০ ডলার ৬৭ সেন্ট।
কমদামে ল্যাপটপ বাজারে নিয়ে আসছে উইংস
কমদামে ল্যাপটপ বাজারে নিয়ে আসছে উইংস
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য