https://powerinai.com/

প্রযুক্তি

টাইম ম্যাগাজিনের নির্বাচিত সেরা ১০ গ্যাজেট

টাইম ম্যাগাজিনের নির্বাচিত সেরা ১০ গ্যাজেট সিইএস ২০২২ ইভেন্ট টাইম ম্যাগাজিনের নির্বাচিত সেরা ১০ গ্যাজেট সিইএস ২০২২ ইভেন্ট
 

টাইম ম্যাগাজিনের নির্বাচিত সেরা ১০ গ্যাজেট সিইএস ২০২২ ইভেন্ট


ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তৃতির কারণে যখন বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে ঠিক সেই মুহূর্তে ২০২২ সালে ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস’ আবার সরাসরি এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে এ বছর ৫-৮ জানুয়ারি ২০২২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত হলো। ২০২১ সালে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার পর এই বছর অনেক প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিগত প্রোডাক্ট উদ্ভাবন অনলাইনে এবং সরাসরি প্রদর্শন করে। বিশ্বের প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান গুগল, ইন্টেল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিবিষয়ক ঘোষণা ভার্চ্যুয়ালি প্রদান করে।   


টাইমের নির্বাচিত সেরা ১০ গ্যাজেট 


আমেরিকান নিউজ ম্যাগাজিন ‘টাইম’ ২০২২ সালের সিইএস ইভেন্টে ১০টি গ্যাজেটকে তাদের নির্বাচিত সেরা গ্যাজেটের তকমা প্রদান করে উল্লেখ করে।


বিএমডব্লিউ আইএক্স ফ্লো 


জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিএমডবিøউ’র নতুন ইলেকট্রিক আইএক্স ফ্লো’তে ই-ইংক প্রযুক্তি ব্যবহার করে কালো ও সাদা রঙের মাঝামাঝি রাখা হয়েছে। যথারীতি কমপ্লেক্স ঘরানা ও ডিজাইনের গাড়িটি খুব স্বল্প রঙের এবং ধূসর। গরমের দিনে গাড়ির চালক অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে কালো থেকে বিকল্প হিসেবে সাদা রঙে পরিবর্তিত করে।    


দ্য টিপি-লিঙ্ক এএক্সই২০০ 


ম্যাশ নেটওয়ার্ক রাউটার নতুন মাধ্যম ঘরোয়া ইন্টারনেট জগতে। যখন আপনার সবচেয়ে ভালো নেটওয়ার্কের সংকেত প্রয়োজন, তখন প্রয়োজন বিবেচনা করে রাউটারটি স্থান পরিবর্তন করবে। হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান’র চলচ্চিত্র একটি গ্যাজেটের মতো টিপি-লিঙ্কের নতুন এএক্সই২০০ রাউটারটি তার ৪টি অ্যান্টিনার মাধ্যমে ব্যবহারকারীদের সর্বোচ্চ পর্যায়ে সংকেত প্রেরণ করে। বাস্তব জগতে ব্যবহারকারীরা অতি শিগগিরই এর কার্যক্ষমতা পরীক্ষা করার অপেক্ষায় রয়েছে। এএক্সই২০০ তীব্র নেটওয়ার্ক তাপমত্রা গ্রহণ করতে পারে, যেমন ৫ গিগাহার্টজ, ২.৪ গিগাহার্টজ এবং ৬ গিগাহার্টজÑ এই তিন ধরনের ব্যান্ড সাপোর্ট এবং যথাসম্ভব সামঞ্জস্যপূর্ণ একটি নেটওয়ার্ক ম্যাশ সুবিধা প্রদান করে। এটি ওয়াইফাই৬ই, যা নতুন ওয়াইফাই অ্যালায়েন্স স্ট্যান্ডার্ড অর্থাৎ, এএক্সই২০০ সর্বত্র গতি বৃদ্ধি এবং ডিভাইসগুলোর মধ্যে বিলম্বতা হ্রাসে কাজ করে।  


সনি প্লেস্টেশন ভিআর২ 


সিইএস ২০২২-তে গেমারদের জন্য প্লেস্টেশন ভিআর প্ল্যাটফর্মে প্লেস্টেশন ৫’র জন্য নির্মাণ করে। সনি নতুন প্লেস্টেশন ভিআর২ হেডসেট এবং সেন্স কন্ট্রোলার নতুন কন্সোল প্রসেসিং পাওয়ার পূর্ববর্তী মডেলের তুলনায় হাই রেজ্যুলেশন অভিজ্ঞতা সুবিধা দিবে। নতুন হেডসেট হাই-এন্ড ফিচার যেমনÑ ফোরকে ওলিয়েড এইচডিআর ডিসপ্লে এবং আই ট্র্যাকিং সুবিধা বাস্তবতা বুঝতে। সনির নতুন ভিআর কন্ট্রোলার ক্যামেরা ছাড়াই অধিক শনাক্তকরণে কাজ করে, যেমনটা ফেসবুকের অকুলাস কুয়েস্ট২ ভিআর হেডসেট, যদিও ‘সনি’ কোম্পানি উল্লেখ করেছে, প্লেস্টেশন ভিআর২’র জন্য ক্যাবল জরুরি। 


রেজার প্রজেক্ট সোফিয়া 


মডুলার কম্পোনেন্ট বা উপাদান একীভ‚ত অবস্থায় একটি ডেস্ক, রেজারের নতুন এডজ প্রজেক্ট সোফিয়া পিসি ধারণা ব্যবহারকারীকে মডিউল যেমন ইউএসবি হাব অথবা ওয়্যারলেস চার্জার সুবিধা দেয়। এটিই প্রথম নয়, ২০২১ সালে বাস্তবিক ডিজাইনে ইন্টেলের NUCÕর একটি ক্ষুদ্র কাজ প্রদর্শন করা হয়। যেটা ছিল ছোট সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) এবং মাদারবোর্ডের সমন্বিত একটি কম্বো এবং ২০১৪ সালের পিসি কনসেপ্ট। 


জেনারেল মোটরসের সিলভারেডো একুইনোক্স এবং বেøজার ইভিস 


জেনারেল মোটরসের চেয়ার এবং সিইও ম্যারি ব্যারা ২০২২ সালে সিইএস ইভেন্টে তার কি-নোটে উল্লেখ করেন, ‘চিভরোলেট’ ২০২৪ সালে ‘চেভরোলেট একুইনোক্স ইভি’ চালু করবে। যদি সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি প্রত্যাশা করেন তাহলে জেনারেল মোটরসের চেভি একুইনোক্স বাছাই করতে পারেন, যার মূল্য প্রায় ৩০ হাজার মার্কিন ডলারের মতো। 


আসুস জেনবুক১৭ ফোল্ড ওএলইডি 


আসুসের ল্যাপটপের ডিজাইনের ক্ষেত্রে দুর্দান্ত, ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে পুরোটা OLED অর্থাৎ, Organic Light-Emitting Diode । উজ্জ্বল রং, ট্র্যাভেল কেসের কারণে সহজে ডেস্কটপের চেয়ে বড় স্ক্রিন হওয়া সত্তে¡ও ব্যবহারকারী ভালো অভিজ্ঞতা পাবে। 


এনভিডা আরটিএক্স৩০৫০ গ্রাফিক্স কার্ড 


এনভিডা হচ্ছে চিপমেকার, যার গ্রাফিক্স কার্ড গেমিং কন্সোল থেকে স্বয়ংক্রিয় গাড়ি সকল কিছুতে সহায়তা করে। সিইএস ২০২২-তে পরবর্তী প্রজন্মের কনজ্যুমার ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ড প্রকাশ করে। আরটিএক্স৩০৫০ আপনি ২৪৯ মার্কিন ডলারে পাবেন রে ট্রেসিংয়ের মতো অত্যাধুনিক গ্রাফিক্স প্রযুক্তি। এই ধরনের কার্ড গেমারদের এবং পিসি বিল্ডারদের নতুন যুগে নিয়ে যাবে, যেখানে গ্রাফিক্স কার্ড সবাইকে ক্রিপ্টোকারেন্সি মিনারস, যা ডিজিটাল কয়েন যেমনÑ বিটকয়েন এবং ইথার পেতে সহায়তা করবে। 


স্যামসাং এনএফটি টিভি 


এনএফটি ডিজিটাল আর্ট যা বøকচেইনের মাধ্যমে কেনাবেচাতে অপরিহার্য। স্যামসাংয়ের নতুন টিভিতে সেই লাইনআপে এনএফটি ব্রাউজার ইনস্টল সুবিধা ব্যবহারকারীদের জন্য আছে, যা পছন্দ অনুযায়ী কিনতে এবং প্রদর্শন করতে বাছাই করতে পারেন। 


এলজি ওএলইডি এক্স 


টেলিভিশন জগতে এলজি প্রতিষ্ঠান নতুন ÔOLED EXÕ মডেল নিয়ে এসেছে। মডেলটিতে ডিউটেরিয়াম ব্যবহার করা হয়, যা ‘হেভি ওয়াটার’ নামে অধিক পরিচিত। ওএলইডি প্রযুক্তির উন্নয়ন করেছে, সাথে উজ্জ্বলতা, ছবির গুণগত মান বৃদ্ধি এবং শক্তির অপচয় রোধ করেছে।


এনকার নেবুলা কসমোস লেজার ফোরকে প্রজেক্টর 


এনকার প্রতিষ্ঠানের সকল যন্ত্রপাতি ২১ শতকের দৈনন্দিন জীবনের কথা চিন্তা করে তৈরি, প্রজেক্টর লাইনে উন্নতর ভার্সনের উপস্থিতির আগমন করেছে ‘এনকার’। নেবুলা কসমোস লেজার ফোরকে প্রজেক্টর সকলের জন্য উপযুক্ত, বিশেষ করে মুভি থিয়েটারে বসতে হবে না। ফোরকে প্রজেক্টরে ২৪০০ লুমেন অর্থাৎ, আলো নির্গমন, উজ্জ্বলতা, বিল্টইন ৩০ ওয়াট স্পিকার অর্থাৎ, আপনাকে অতিরিক্ত শব্দ সংযোগে কোনো নতুন সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন নেই। প্রজেক্টর অ্যান্ড্রয়েড ভার্সন পরিচালনা করে, সেজন্য স্ট্রিমিং সার্ভিস ইনস্টল করতে হবে। ২,২০০ মার্কিন ডলার অর্থ প্রদান করে প্রজেক্টরটি কিনতে পারবেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।