বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি ট্রেড শো ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস’ আগামী ৫-৮ জানুয়ারি, ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ‘কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন’ কর্র্তৃক ‘সিইএস’ ট্রেড ইভেন্টটি আয়োজন করা হয়। ১৯৬৭ সালে নিউইয়র্ক সিটিতে প্রথম ‘সিইএস শো’ ১৭,৫০০ জন অংশগ্রহণকারী এবং ১০০-র বেশি প্রদর্শনকারী প্রতিষ্ঠান নিয়ে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ‘সিইএস শো’ ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রতি বছর দুবার করে অনুষ্ঠিত হয়। ১৬০টি দেশের প্রায় ১৭০ হাজারের বেশি অংশগ্রহণকারী ২০২২ সালের ‘সিইএস শো’ ইভেন্টে উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
২০২১ সালে ডিজিটাল ফরম্যাটে ‘সিইএস ২০২১’ অনুষ্ঠিত হওয়ার পরে ২০২২ সালে ‘সিইএস’ ইভেন্ট সরাসরি ‘লাসভেগাস কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্যবিধিজনিত কারণে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীরা ব্যতীত কেউ ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। প্রোডাক্ট শোকেসিং ক্যাটাগরিতে ‘স্পেস টেক’, ‘ফুড টেক’ এবং ‘নন-ফানজিবল টোকেন’ নতুন হিসেবে থাকছে, যেটা ‘এনএফটিএস’ সেক্টর নামে পরিচিত। ৩ এবং ৪ জানুয়ারি, ২০২২ তারিখ ‘সিইএস’ ইভেন্টের প্রেস, পর্যবেক্ষণ এবং মিডিয়া’ দিন হিসেবে পরিচিত হবে।
কেনো ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’ সবার কাছে আলোচিত
‘কনজ্যুমার টেকনোলোজি অ্যাসোসিয়েশন’ ৪০১ বিলিয়ন মার্কিন ডলারের প্রযুক্তি ইন্ডাস্ট্রি বহন করছে, বিশ্বের প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের সিইএসের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, কম্পিউটার হার্ডওয়্যার, ক্লাউড সেবা, ফিটনেস, গেম, লাইফস্টাইল, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, শিক্ষাখাতের নতুন প্রযুক্তির সাথে পরিচিত করে দেয়। প্রযুক্তির বিভিন্ন প্রোডাক্ট মার্কেট যাচাই এবং সামনে কী প্রোডাক্ট তৈরি করা উচিত সেরকম আইডিয়া পাওয়ার এক সম্মেলনক্ষেত্র বলা যেতে পারে এই ইভেন্ট। ৪৫টি প্রোডাক্ট ক্যাটাগরির প্রযুক্তি ক্রেতা ও বিক্রেতা সকলের কাছে প্রদর্শনের মাধ্যমে নতুন প্রযুক্তির সম্ভাবনা ও জানার সুযোগ করে দেয়। ২০২২ সালে সিইএসতে ৭ হাজারের বেশি মিডিয়া প্রতিনিধি থাকবেন, এতে করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যারা নিজেদের প্রোডাক্ট বিশ্বের মানুষের কাছে দ্রæত পরিচিত করতে চায় এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো যারা বিনিয়োগ প্রত্যাশা করছে, তাদের জন্যে চমৎকার সুযোগ বলা যেতে পারে। কারণ, ‘সিইএস’ ইভেন্টের ইউরেকা পার্কে বিনিয়োগকারীরা নিজের পরবর্তী বিনিয়োগ করার প্রতিষ্ঠানের খোঁজে আসেন এবং অপরদিকে মিডিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানসহ সকলে বিশ্বের নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে আসেন। ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’ ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ট্রেড ইভেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের গর্বিত অংশীদার। ইউএস এম্বেসির ইউএস কমার্শিয়াল সার্ভিস নেটওয়ার্ক অফিস ও বিশ্বব্যাপী এম্বেসি’র মাধ্যমে বিদেশী ক্রেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত ট্রেডশো’তে অংশগ্রহণ করে আমেরিকান কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে। ইউএস কমার্শিয়াল বিশেষজ্ঞরা আমেরিকান প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলোকে এক্সপোর্ট ও মার্কেট স্পেসিপিক ইন্টিলিজেন্স সম্পর্কিত বিশেষ সেবা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক উন্নয়নে সহযোগিতা প্রদান করে।
বিশ্ব পরিবর্তনে ‘সিইএস’র মাধ্যমে প্রথম প্রদর্শিত প্রযুক্তি যন্ত্রগুলোর মধ্যে বাছাইকৃত কয়েকটি
১৯৭০ সালের সিইএস’র মাধ্যমে ভিডিও ক্যাসেট রেকর্ডার (ভিসিআর) উন্মোচন হয়।
- লেজার ডিস্ক প্লেয়ার ১৯৭৪ সালে
- ডিজিটাল অডিও টেকনোলজি ১৯৯০ সালে
- ডিজিটাল স্যাটেলাইট সিস্টেম (ডিএসএস) ১৯৯৪ সালে
- ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক (ডিভিডি) ১৯৯৬ সালে
- হাই ডেফিনেশন টেলিভিশন (এইচভিটিভি) ১৯৯৮ সালে
- স্যাটেলাইট রেডিও ২০০০ সালে
- মাইক্রোসফট এক্সবক্স ২০০১ সালে
- এইচডি রেডিও ২০০৪ সালে
- আইপি টিভি ২০০৫ সালে
- থ্রিডি এইচডি টিভি ২০০৯ সালে
- ট্যাবলেট, নেটবুক এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ২০১০ সালে
- কানেক্টেড টিভি, স্মার্ট আপিলেন্স ২০১১ সালে
- আল্ট্রাবুক ২০১২ সালে
- আল্ট্রা এইচডি টিভি ও ড্রাইভারলেস কার প্রযুক্তি ২০১৩ সালে
- থ্রিডি প্রিন্টার, সেন্সর টেকনোলোজি, ওয়্যারেবল প্রযুক্তি ২০১৪ সালে
- ফোরকে ইউএইচডি, ভার্চুয়াল রিয়েলিটি ২০১৫ সালে
কারা সিইএস ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন
১৮ বছর কিংবা এর অনূর্ধ্ব এবং কনজ্যুমার প্রযুক্তি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কিংবা কাজ করছেন এমন যে কেউ কনক্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস ইভেন্টে https:/ww/w.ces. tech/Logistics/Registration-Information.aspx উক্ত ওয়েবসাইট লিংকে গিয়ে প্রমাণপত্র এবং ছবি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর অংশগ্রহণ করতে পারবেন। আর কোভিড-১৯ ইস্যুর কারণে ভ্যাকসিন সার্টিফিকেট ইভেন্টে যেতে প্রয়োজন। সরাসরি অংশগ্রহণ করতে হলে আপনাকে ‘এক্সিবিট প্লাস পাস’ এবং ‘ডিলাক্স কনফারেন্স পাস’ টিকেট ক্রয় করতে হবে। এক্সিবিটে আপনি ১০০ ও ৩০০ মার্কিন ডলারে ইভেন্টে অংশগ্রহণের টিকেট কিনতে পারবেন এবং ডিলাক্সে ৭০০ এবং ৮৫০ মার্কিন ডলার অর্থ ব্যয় করতে হবে। ডিলাক্স কনফারেন্স পাসের মাধ্যমে ৪ দিনে ২৫০টির বেশি সেশন, সকল কনফারেন্স প্রোগ্রাম, বিভিন্ন ফ্লোরের প্রদর্শনীতে অংশগ্রহণ এবং কনফারেন্স পরবর্তীতে ‘সিইএস ট্রেন্ড রিপোর্ট’ গ্রহণ করতে পারবেন। এছাড়া সিইএস শো’তে অংশগ্রহণকারীরা ‘ইন্টারন্যাশানাল বিজনেস সেন্টার’র মাধ্যমে কম্পিউটার, ওয়াই-ফাই, ব্যক্তিগত মিটিং সম্পন্ন করার সুযোগ পাবেন এবং অনুবাদকারীরা আপনার প্রয়োজন অনুযায়ী সহায়তা করবেন। সকল বিদেশী অংশগ্রহণকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।
সিইএস ইভেন্টে ২০২২-এ কোন প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে
৪,৫০০-র বেশি প্রযুক্তি প্রদর্শনকারী প্রতিষ্ঠান এবারের সিইএস ২০২২ ইভেন্টে অংশগ্রহণ করবে যার মধ্যে উৎপাদনকারী, ডেভেলপার ও কনজ্যুমার প্রযুক্তি সরবরাহকারী যেমনÑ হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেলেভারি টেকনোলজির মতো অনেক প্রতিষ্ঠান এবং ‘অ্যামাজন’, ‘ক্যানন’, ‘সনি’, ‘আইবিএম’, ‘স্যামসাং’, ‘গুগল’, ‘ফেসবুক’, ‘এএমডি’, ‘ফিলিপস’, ‘প্যানাসনিক’র মতো বহুজাতিক প্রযুক্তিভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ থাকবে। স্যামসাং, সনি, কোয়ালকম, এলজি এবং হুন্দাই প্রতিষ্ঠান ৪ জানুয়ারি ২০২২ তারিখে ‘সিইএস’ প্রি ইভেন্টে তাদের প্রেস কনফারেন্স করার ঘোষণা দিয়েছে।
কি-নোট স্পিকার হিসেবে যারা থাকবেন
জেনারেল মোটরস’র সিইও ম্যারি ব্যাররা ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০২২’র শুরুতে বক্তা হিসেবে স্বাগত বক্তৃতা প্রদান করবেন। এছাড়া ‘টি-মোবাইল’র সিইও এবং প্রেসিডেন্ট মাইক সেইভের্ট, স্বাস্থ্যখাতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাবোট’র বোর্ড পরিচালক, পরামর্শক ও সাবেক সিইও স্টেসি ব্রাউন পিলপটের মতো আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা কি-নোট বক্তা হিসেবে কনফারেন্সে ভাষণ প্রদান করবেন।
সিইএস ইনোভেশন অ্যাওয়ার্ড
যেকোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা স্বীকৃত এজেন্ট যারা প্রোডাক্ট উৎপাদন, ডিজাইন অথবা কনজ্যুমার টেকনোলজি প্রোডাক্ট মার্কেটিং করেন তারা ‘সিইএস ইনোভেশন অ্যাওয়ার্ড’র জন্যে আবেদন করতে পারবেন। প্রোডাক্টটি অবশ্যই ১ এপ্রিল ২০২১ সাল থেকে ১ এপ্রিল ২০২২ তারিখ সময়ে বিশ্ব মার্কেটে থাকতে হবে, যদি আপনি ‘সিইএস ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩’র জন্যে আবেদন করতে চান, আপনাকে ১৮ বছরের অধিক বয়সী হতে হবে, এন্ট্রি মূল্য প্রদান করে সাবমিশন করতে হবে। এই সময়ের আগে প্রোডাক্ট মার্কেটে আসলে আপনি পুরস্কারের জন্যে আবেদন করতে পারবেন না এবং প্রকৃত মডেলের প্রোডাক্ট হতে হবে। প্রয়োজনীয় কনটেন্ট প্রোডাক্ট সম্পর্কে প্রদান, সিইএসতে অংশগ্রহণ করতে পারবেন এমন এবং ক্যাটাগরিতে পড়তে হবে। দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়Ñ একটি প্রত্যেক ক্যাটাগরির সেরা প্রোডাক্ট এবং আরেকটি সকল প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ভালো নম্বর পাওয়ার ভিত্তিতে প্রদান করা। ডিজাইন, টেকসই, কার্যক্রম ও উদ্ভাবনে মৌলিকত্বের ওপর নির্ভর করে পুরস্কার দেয়া হয়। এ পুরস্কারের কারণে আপনি একটি ট্রফি, মিডিয়া প্রচারণা, সিইএস’র ওয়েবসাইটে ইনোভেশন’র লিস্টিংয়ে নাম এবং প্রোডাক্টটি আপনি ইনোভেশন অ্যাওয়ার্ড শো’তে প্রদর্শিত করতে পারবেন। এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আপনি https://ces.tech/Innovation-Awards/How-to-Enter.aspx
ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
‘কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন’র মেম্বারদের জন্য কী সুবিধা রয়েছে
- বুথের জন্যে ইভেন্টে প্রতি বর্গফুটে ৫ ডলার করে ডিসকাউন্ট পাবেন।
- কনফারেন্স স্পেসের জন্যে ২৫ ভাগ ডিসকাউন্ট।
- ভবিষ্যতে সিইএস শো’তে অংশগ্রহণের জন্যে প্রিমিয়াম জায়গা নির্ধারণে অগ্রাধিকার পাওয়া।
- ইনোভেশন অ্যাওয়ার্ড এন্ট্রি ফিতে ডিসকাউন্ট থাকবে।
- বিনামূল্যে অনলাইনে সিইএস প্রেস লিস্ট।
- ফ্রিতে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার জন্যে রেজিস্ট্রেশন করার সুযোগ।
- ভিআইপি নেটওয়ার্কিং লাঞ্চ করার টিকেট পাবেন।
- ডিরেক্টরি লিস্টিং ও বিশেষ স্বীকৃতির জন্যে ব্যাজ পাওয়া।
সিইএস ২০২১-তে প্রদর্শিত কিছু স্টার্টআপ কোম্পানির আইডিয়া
২০২১ সালের সিইএসে প্রায় ৭০০’র মতো স্টার্টআপ কোম্পানি ডিজিটাল ভেন্যুতে নিজেদের নতুন আইডিয়া নিয়ে উপস্থিত হয়, যেহেতু সিইএস ২০২১ সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়, তার মধ্যে কয়েকটি ক্ষেত্রের স্টার্টআপ প্রতিষ্ঠানের আইডিয়া তুলে ধরা হলো
কৃষিখাত
FaSAC কৃষিখাতের একটি প্রতিষ্ঠান যা উদ্ভিদের জন্মানো ও বেড়ে ওঠার পরিবেশ বিভিন্ন সেন্সর ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সিস্টেমে পর্যবেক্ষণে সাহায্য করে। তাদের তৈরিকৃত প্রোগ্রাম উদ্ভিদের বিভিন্ন সমস্যা, তাপমাত্রা, পুষ্টির অবস্থা, পিএইচ পরিমাণ ইত্যাদির ডেটা বা তথ্য স্বয়ংক্রিয় উপায়ে সংগ্রহ করে এবং প্রয়োজন অনুযায়ী উদ্ভিদের বৃদ্ধিতে সেই পুষ্টি উপাদান ও পরিবেশ তৈরি করতে নির্দিষ্টভাবে কী দরকার সেটা উল্লেখ করে। প্রতিষ্ঠানটির সিস্টেম ব্যবহারকারীকে উদ্ভিদের সমস্যা পর্যবেক্ষণ করে চাষিদের সতর্ক করে।
দূরবর্তী শিক্ষণ
তাইওয়ানের স্টার্টআপ ‘ঋষুরহমঈৎধুবৎ’ গবেষণা হিসেবে, অনলাইন কোর্স সম্পন্নের হার ৫ ভাগ এবং শিক্ষার্থীরা কোর্সের ব্যাপারে মনোযোগী নয়। এজন্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কোম্পানিটি সময়মতো শিক্ষার্থীদের ফিডব্যাক জানাতে পারে, প্রশিক্ষকদের সাহায্য করে হোমওয়ার্ক, কার্যকরভাবে শিক্ষার্থীদের লেখাপড়া পর্যবেক্ষণ করে।
ই-কমার্স
গুঝরুব প্রতিষ্ঠানের অ্যাপ স্মার্টফোনে সেন্সর ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের জামাকাপড়ের পরিমাপ যাচাই করে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে সরবরাহ করে। এতে ই-কমার্স কোম্পানিগুলো ডেটা পর্যবেক্ষণ করে কাস্টমার বিহেভিয়ার কিংবা আচরণ বুঝে তাদের পছন্দের কেনাকাটাতে সহায়তা করতে পারে।
ডিজিটাল স্বাস্থ্য ও খাদ্য প্রযুক্তি
Mission: Space Food একটি টিম, যাতে এরোস্পেস প্রকৌশলী, স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞানীদের সমন্বিত গ্রুপ একসাথে কাজ করে। এর মূল উদ্দেশ্য সঠিক খাদ্য মানুষের জন্যে নিশ্চিত করা যেখানে খাদ্যে পুষ্টিকর উপাদান বিদ্যমান, যেমনÑ অ্যাস্ট্রাস পুষ্টিসমৃদ্ধ চকলেট যা এই দলের প্রথম প্রোডাক্ট এবং এটি প্রথম মহাকাশযাত্রীদের জন্যে প্রস্তত করা হয়েছে যাতে উচ্চ মানসিক চাপে কেউ থাকবে তখন যেন সবচেয়ে ভালো মানসিক ও শারীরিক ভালো বোধ করেন।
সিইএস প্রদর্শনীতে অংশ নেয়া কিছু স্টার্টআপের পরবর্তীতে ফান্ড পাওয়া
বেনজিলক
বিশ্বের প্রথম ট্রেডিশনাল রিচার্জেবল প্যাডলক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিসমৃদ্ধ প্রোডাক্ট ‘বেনজিলক’, তাদের মূল লক্ষ্য ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা। একটি হাইব্রিড প্রোডাক্ট যা কিনা ১০টি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে এবং পাশাপাশি গতানুগতিক চাবি দিয়ে খোলা যাবে। প্রতিষ্ঠাতা রবি ক্যাবরল ইউরেকা পার্কে ২০১৭ সালে ‘সিইএস’ ইভেন্টে প্রদর্শন করেন এবং ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’তে সেই বছর পুরস্কৃত হয়। সেই ইভেন্ট চলাকালীন সময়ে ‘শার্ক ট্যাঙ্ক’তে অংশগ্রহণ করে ‘হ্যাম্পটন প্রোডাক্ট’র কাছ থেকে ২০০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ পান।
সামবা টিভি
টিভি ও ডেটা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ‘সামবা টিভি’ বিনোদন ও বিজ্ঞাপনকে দর্শকের পর্যবেক্ষণের মাধ্যমে পুনরায় সেটা নিরূপণ করে। প্ল্যাটফর্মটি এই ডেটা বা তথ্যগুলো নিয়ে টিভি কনটেন্ট ও ভালো বিজ্ঞাপন মডেল তৈরি করতে। পরপর ৯ বছর ‘সামবা টিভি’ সিইএস ইভেন্টে অংশগ্রহণ করে। ২০১২ সালে ইউরেকা পার্কতে প্রতিষ্ঠানটিকে সকলের কাছে পরিচিত করান। এর প্রতিষ্ঠাতা ‘আশ্বিন নাভিন’র মতে, সিইএস ব্যতীত মার্কেটপ্লেসে আমরা এনগেজ করতে পারতাম না। তাদের প্রথম সিইএস ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি ৫০০ হাজার মার্কিন ডলার মার্ক কিউবান থেকে বিনিয়োগ পান। ‘সামবা টিভি’ সিইএস ২০২০ ইভেন্টে তাদের নতুন প্রোডাক্ট ‘টিভি বুস্ট’ নিয়ে হাজির হয়। ক্রস চ্যানেল অ্যাক্টিভিশন সলিউশন যেটা সামবা টিভির ভিউয়ারশিপ ডেটা মিডিয়া ইনভেন্টরি’র সাথে একীভ‚ত হয়ে কাজ করে, এতে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের সর্বোচ্চ ফলাফল পেয়ে থাকেন।
‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস’ শুধু আপনাকে নতুন প্রযুক্তি প্রোডাক্টের সাথে পরিচিত করবে না, বরং আপনার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক কাজ করলে ও সেখানকার লাইসেন্সপ্রাপ্ত হয়, তাহলে আপনার স্টার্টআপের প্রোডাক্টের মিডিয়া কাভারেজ ও বিনিয়োগকারী পেতে সাহায্য করা এবং ব্যবসায়িক পরামর্শের উৎপত্তি হিসেবে মনে করতে পারেন।
০ টি মন্তব্য