ফেসবুকে কেউ অপ্রয়োজনীয় নোটিফিকেশন পছন্দ করে না। তবু মাঝে মাঝে না চাইতেও এর সম্মুখীন হতে হয়। সম্প্রতি চালু হওয়া ফেসবুক হাইলাইটস অতিরিক্ত নোটিফিকেশন দেখে অনেকেই বিরক্ত।
ফেসবুক হাইলাইটসের নোটিফিকেশন বন্ধের উপায়। আপনি যদি একটি ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ইংরেজিতে "হাইলাইট" লিখে মন্তব্য করেন, তাহলে তা একটি বিজ্ঞপ্তি আকারে আপনার বন্ধু তালিকার প্রত্যেকের কাছে পৌঁছে যাবে।
অনেকেই এই সুযোগ কাজে লাগাতে চাইছেন। অনেক ব্যবহারকারী বন্ধু তালিকার কারণে অনেক বেশি নোটিফিকেশনে বিরক্ত হন। ফেসবুক হাইলাইটসের নোটিফিকেশন দেখতে না চাইলে অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ:
প্রথমে ফেসবুকের হোম পেইজের ওপরে থাকা ৩টি লাইনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ‘Settings and privacy’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘Settings’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর যেতে হবে ‘Notifications’ অপশনে। সেখান থেকে ‘Tags’ অপশনে গিয়ে ‘Batch mentions’ অফ করে দিন।
০ টি মন্তব্য