https://gocon.live/

কীভাবে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ চালু করবেন

কীভাবে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ চালু করবেন কীভাবে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ চালু করবেন
 
একটি গুরুত্বপূর্ণ নতুন ফিচার আইওএস ১৭.৩ বেটা সংস্করণে আসছে। স্টোলেন ডিভাইস প্রোটেকশন নামের ফিচারটি ডিভাইসটিকে চুরি থেকে রক্ষা করার চেষ্টা করবে।

দেখা যাচ্ছে যে চোররা প্রায়শই সর্বজনীন স্থানে চুরি করার আগে দেখে নেয় ব্যবহারকারী তার ফোনে পাসকোড হিসেবে কী ব্যবহার করছে।

ব্যবহারকারী ট্রাস্টেড লোকেশনের বাইরে তাদের বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করতে পারবে যা নিরাপত্তার নতুন একটি স্তর হিসেবে কাজ করবে ফিচারটি চালু থাকলে।

যদি চালু করা হয়, ব্যবহারকারীরা ডিভাইসের কিছু মৌলিক ফাংশন ব্যবহার করতে পারবে এমনকি যদি ফেস আইডি বা টাচ আইডি কাজ না করে।

এই সময়ের মধ্যে, কিছু সেনসিটিভ কাজ, যেমন অ্যাপল আইডি পরিবর্তন করা বা পাসকোড পরিবর্তন করা সম্ভব হবে না। চলুন দেখে নেই কিভাবে এই ফিচারটি চালু করা যায়। 

ফোনে আইওএস ১৭.৩ বেটা আপডেট হয়েছে কি না তা যাচাই করতে হবে। এরপর যেতে হবে সেটিংসে। ‘ফেস আইডি অ্যান্ড পাসকোড (অথবা টাচ আইডি অ্যান্ড পাসকোড)’ অপশনে যেতে হবে।

এরপর স্টোলেন ডিভাইস প্রোটেকশনের অধীন ‘অ্যাক্টিভেট প্রোটেকশন’ ট্যাপ করে চালু করতে হবে। এভাবেই ফিচারটি চালু হয়ে যাবে। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।