এক ভাষার শব্দ বা বাক্যকে সহজেই অন্য ভাষায় অনুবাদ করা যায় গুগল ট্রান্সলেটের ফিচার ব্যবহার করে। চাইলে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায়ও অনুবাদ করা সম্ভব গুগল ট্রান্সলেটের মাধ্যমে।
এমনকি অনুবাদ করা বার্তা কপি করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। চলুন দেখে নেওয়া যাক গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবিতে থাকা লেখা অনুবাদের পদ্ধতি।
প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করে ছবির ভাষা ও অনুবাদ করার ভাষা নির্বাচন করতে হবে।
এরপর ওপরে থাকা অপশন থেকে ‘ইমেজেস’ নির্বাচন করে ফোন গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। কিছু সময় পর ছবিতে থাকা লেখা নির্দিষ্ট ভাষায় অনূদিত হয়ে ডান বক্সে দেখা যাবে।
এরপর অনূদিত হওয়া লেখা কপি করার জন্য ‘কপি’ আইকনে ট্যাপ করে যেকোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করে ব্যবহার করা যাবে।
কমপিউটার থেকেও একইভাবে যেকোনো ব্রাউজারে প্রবেশ করে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ইমেজেস অপশন নির্বাচন করে কমপিউটার থেকে ছবি আপলোড করলেই কাঙ্ক্ষিত ভাষায় ছবির লেখা অনূদিত হয়ে যাবে।
কিভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবিতে থাকা লেখা অনুবাদ করবেন
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য